শুক্রবার ● ১৫ জুলাই ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদম ম্রো কল্যান ছাত্রাবাসের প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
আলীকদম ম্রো কল্যান ছাত্রাবাসের প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (৩১ আষাঢ় ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৯.০৭মিঃ) বান্দরবান পার্বত্য জেলার আলীকদম ম্রো কল্যান ছাত্রাবাসের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে৷ ১৫ জুলাই শুক্রবার বিকেল চারটায় আলীকদম ম্রো কল্যান ছাত্রাবাসের হলরুমে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা হোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ সারোয়ার হোসেন পিএসসি৷ এসময় কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকির আনুষ্ঠানিকতা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলীকদম জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মোস্তাফিজুর রহমান, ক্যাপ্টেন রেজা, ২লেঃ আরাফাত, ১নং আলীকদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন, ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, ৪নং কুরুপ পাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মজিবুর ও ম্রো বাহিনীর কামান্ডার মেনদন ম্রো প্রমূখ৷
আলীকদম ম্রো কল্যান ছাত্রাবাসের তত্ত্বাবধায় ইয়োংলক ম্রো এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষায় দীক্ষায় ম্রো জাতী এগিয়ে না আসলে পাহাড়ি এ জনপদের উন্নয়ন সম্ভব নয়৷ তাই সেনাবাহিনী সার্বক্ষনিক ম্রো সম্প্রদায়কে বিভিন্নভাবে সহায়ত করে আসছে ৷ ২০০৬ সাল থেকে সেনাবাহিনী সার্বিক তত্ত্বাবধানে আলীকদম ম্রো কল্যান ছাত্রাবাস পরিচালিত হয়ে আসছে৷ বর্তমানে শতাধিক ছাত্র-ছাত্রী এ ছাত্রাবাসে অধ্যয়নরত আছে এবং অনেক ছাত্র-ছাত্রী উচ্চ শিক্ষার জন্য দেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে৷ এছাড়াও সেনাবাহিনী বর্তৃক ৫ নভেম্বর ২০১৫ তারিখে অস্ত্র ও আত্মসমর্পন কারী বিপদগামী ম্রোদেরকে বিভিন্ন প্রশিক্ষন ও চাকুরী প্রদানের মাধ্যমে আত্মনির্ভশীল করে তোলার কথা পূনঃব্যাক্ত করেন৷