শনিবার ● ১৬ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » খ্রীষ্টান ও শিয়া মতবাদের হোমিও চিকিত্সক হত্যার দায় প্রত্যাহার করলো আইএস
খ্রীষ্টান ও শিয়া মতবাদের হোমিও চিকিত্সক হত্যার দায় প্রত্যাহার করলো আইএস
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহে সমপ্রতি চারটি হত্যাকান্ডের দায় স্বীকার করে বিবৃতি দেয় আইএস৷ এর মধ্যে ছিল খ্রীষ্টান হোমিও চিকিত্সক সমির উদ্দীন ও শিয়া মতবাদের চিকিত্সক আব্দুর রাজ্জাক হত্যা৷ কিন্তু এ দুটি হত্যার দায় প্রত্যাহার করা হয়েছে৷ অনলাইনে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণ ও বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপে স্বীকার করা বাংলাদেশের পৃথক পাঁচটি হত্যাকান্ডের দায় প্রত্যাহার করে নিয়েছে সশস্ত্র জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)৷ যার মধ্যে ঝিনাইদহের দুইটি রয়েছে৷
১৫ জুলাই শুক্রবার আইএসের মুখপত্র ‘আমাক’-এ বাংলাদেশে হামলার যে তালিকা দেয়া হয়েছে, সেখানে পাঁচটি হামলার দায় তারা প্রত্যাহার করে নিয়েছে৷ আইএসের দায় প্রত্যাহার করে নেয়া পাঁচটি খুনের ঘটনা হল ঝিনাইদহের হোমিও চিকিত্সক ছমির উদ্দিন হত্যাকান্ড, একই জেলার শিয়া মতাবলম্বী আব্দুর রাজ্জাক হত্যাকান্ড, বান্দরবানের বৌদ্ধ ভিক্ষু মং শৈ উ হত্যাকান্ড, গাইবান্ধার ব্যবসায়ী তরুণ দত্ত হত্যাকান্ড এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকান্ড৷
ঝিনাইদহে এ সব ধারাবাহিক হত্যার পর ঝিনাইদহ পুলিশ আইএস এর দায় স্বীকারের বিষয়টিকে ভুয়া বলে জানিয়ে আসছিলো৷ আইএস এর দায় প্রত্যাহারের মধ্য দিয়ে পুলিশের কথাই সত্য হলো৷
অন্যদিকে ১৬ জুলাই শনিবার ঝিনাইদহের একটি সেমিনারে আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাহবুব-উল-হানিফ এমপি জানান, সেবায়েত ও হিন্দু পুরোহিত হত্যার পর এনামুল নামে এক শিবির কর্মী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন৷ সেমিনারে তিনি প্রশ্ন রাখেন আইএস কি তাহলে শিবির হয়ে গেল ?
এখানে উলেস্নখ্য, গত ৭ জানুয়ারী ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটী গ্রামের বেলেখাল বাজারে খ্রীষ্টান হোমিও চিকিত্সক সমির বিশ্বাস ওরফে সমির খাজা ও ১৪ মার্চ কালীগঞ্জ শহরের নিমতলা এলাকার শিয়া মতবাদের হোমিও চিকিত্সক আব্দুর রাজ্জাককে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়৷ গত ৭ জুন ঝিনাইদহ সদর উপজেলার করোতিপাড়া গ্রামের আনন্দ গোপাল গাঙ্গুলী খুন হন৷
সর্বশেষ গত ১ জুলাই ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রামে এবার স্থানীয় রাধামদন মঠের সেবায়েত শ্যামানন্দ দাসকে (৬২) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা৷ এ সব হত্যার পর আইএস দায় স্বীকার করে বিবৃতি দেয়৷