রবিবার ● ১৭ জুলাই ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিরাজগঞ্জে কলেজ সরকারিকরণের দাবিতে মহাসড়ক অবরোধ
সিরাজগঞ্জে কলেজ সরকারিকরণের দাবিতে মহাসড়ক অবরোধ
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (২ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৬মিঃ) সিরাজগঞ্জের রায়গঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চান্দাইকোনা হাজী ওয়াহেদ-মরিয়ম অনার্স কলেজ সরকারিকরণের দাবিতে কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষকসহ স্থানীয়রা ফুঁসে ওঠেছে ৷ গত কয়েকদিন ধরে কলেজের পক্ষ বিভিন্ন কর্মসুচী পালন করা হয়েছে৷ ১৭ জুলাই রবিবার সকালেও একই দাবীতে কলেজের শিক্ষক, কর্মচারী, ছাত্র-ছাত্রীরা কলেজের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন৷ মানববন্ধন শেষে ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিলসহ মহাসড়ক অবরোধ করে৷ এতে মহাসড়কের দুপাশে শতশত যানবাহন আটকা পড়ে চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়৷ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন৷
কর্মসুচলী চলাকালে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরামর্শে এলাকার বিদ্যোত্সাহী আওয়ামীলীগ নেতৃবৃন্দ ১৯৭২ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন৷ তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী ওই কলেজ মাঠে ২৭ বার জনসভা করেছেন৷ প্রতিবারেই তিনি কলেজটি সরকারি করণের প্রতিশ্রুতি দিয়েছেন৷ কিন্তু অদ্যাবধি তা কার্যকর হয়নি৷ বক্তারা বলেন, ৯৬’র প্রহসনমূলক নির্বাচন প্রতিহত করতে গিয়ে এ কলেজের ছাত্রনেতা আনন্দ, জসমত, বুলবুল ও রানা নিহত হয়েছে৷ সব ঘটনাই বর্তমান প্রধানমন্ত্রী অবগত রয়েছে৷ অথচ আজো কলেজটি সরকারি করণের তালিকাভুক্ত হয়নি৷ অবিলম্বে কলেজটি সরকারীকরণ না হলে বৃহত্তর আন্দোলনের পাশাপাশি গণঅনশন কর্মসুচী পালনের ঘোষনা দেয়া হয়৷
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব-উল-আলম জানান, মানববন্ধন শেষে কয়েক মিনিটের জন্য ছাত্র-ছাত্রীরা অবরোধ করেছিল৷ পরে তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেয়া হয়৷