রবিবার ● ১৭ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়ির আদালতে ৩ জেএমবির সাক্ষ্য গ্রহণ
খাগড়াছড়ির আদালতে ৩ জেএমবির সাক্ষ্য গ্রহণ
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৯.১৩মিঃ) নিষিদ্ধ ঘোষিত জামাতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি) এর ৩ সদস্যেকে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়েছে৷ ১৭ জুলাই রবিবার জেলা ও দায়রা জজ মোঃ ইনামুল হক ভুইয়ার বিশেষ ট্রাইব্যুনালে এ ৪জনের মধ্যে ৩ জন সাক্ষ্য দেন৷ সাক্ষীরা হলেন, জেলার মাটিরাঙা উপজেলার শান্তিপুর এলাকার আবদুল হাকিম, নুরুল ইসলাম ও সুলতান আহমেদ৷
রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট বিধান কানুনগো জানান, খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার দুর্গম শান্তিপুর এলাকায় ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি’র প্রশিক্ষণ ক্যাম্পে অভিযান চালিয়ে কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ছুটনা গ্রামের আবদুর রহিম, খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলার শান্তিপুর গ্রামের দেলোয়ার হোসেন, মোঃ ইউনুস ও সামছু মিয়াকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ গ্রেপ্তার করা হয়৷ তাদের বিরুদ্ধে মাটিরাঙা থানায় ২০০৯ সালের ২৮ সেপ্টেম্বর (১৯০৮ সালের অস্ত্র ও বিস্ফোরক উপাদানাবলী আইনের ৪ ধারা, ২০০৮ সালের সন্ত্রাস বিরোধী আইনের ৬(১)(খ) ধারায়) মামলা দায়ের করা হয়৷
জেএমবি সদস্যদের বিচার কার্যক্রম চলাকালীন সময়ে আদালত পাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়৷ মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয় আগামী ৮ই আগষ্ট৷