সোমবার ● ১৮ জুলাই ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা
ষ্টাফ রিপোর্টার :: (৩ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৮মিঃ) পার্বত্য শান্তিচুক্তির ফলে এ জেলার জনগণের কল্যাণ ও উন্নয়নের স্বার্থে পার্বত্য জেলা পরিষদ গঠিত হয়েছে৷ এর ফলে পার্বত্য জেলা পরিষদে গুরুত্বপূর্ণ এবং জনকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলো হস্তান্তরিত হয়েছে মানুষের উন্নয়ন সাধনের জন্য৷ তাই পরিষদ ও হস্তান্তরিত বিভাগের সকল কর্মকর্তাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার আহবান জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ৷
১৮জুলাই সোমবার সকালে রাঙামাটি পর্যটন কমপ্লেক্স সম্মেলন কক্ষে আয়োজিত পরিষদের জুলাই ২০১৬ খ্রিঃ মাসের মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান৷
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যাগণ ও হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন৷
সভায় স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা বলেন, গত ১৬ জুলাই সারা দেশের ন্যায় রাঙামাটির ১০টি উপজেলায় ভিটামিন এ প্লস ক্যাম্পেইনের মাধ্যমে ৬মাস থেকে ৫বছরের সকল শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে ৷ এছাড়া জুরাছড়ি, বিলাইছড়ি, কাউখালী ও বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো মেরামতের জন্য তিনি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেন৷
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, সরকার ঘোষিত সকল স্কুলের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি দেওয়া বন্ধে স্কুলে স্কুলে বিভিন্ন প্লে কার্ড ও পোস্টার টাঙ্গানোর উদ্যোগ নেয়া হয়েছে এবং নতুন-পুরাতন শিক্ষক-শিক্ষিকা প্রত্যেকের কাছ থেকে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি না দেওয়ার অঙ্গীকারনামা নেওয়ার প্রক্রিয়া চলছে৷ তিনি বলেন, বাল্য বিবাহ রোধে জেলার ১০টি উপজেলায় গণসচেতনতা মূলক নাটক উপস্থাপন করা হবে৷
কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক বলেন, পূর্বাঞ্চলীয় সমন্বিত কৃষি প্রকল্প জুন ২০১৬তে সমাপ্ত হবে৷ প্রকল্পের আওতায় ১০উপজেলায় ২৭০টি প্রযুক্তি ভিত্তিক কৃষি প্রদর্শনী পস্নট গড়ে তোলা হয়৷ এছাড়া জেলা পরিষদের অর্থায়নে স্ট্রবেরী, চা ও কফি চাষ প্রকল্প যথারীতি চলছে৷
মাধ্যমিক শিক্ষা বিভাগের শিক্ষা কর্মকর্তা বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে শিৰার্থীদের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা আয়োজনে একটি বাজেট পরিষদে উপস্থাপন করা হয়েছে৷
জেলা সমাজ সেবা বিভাগের কর্মকর্তা বলেন, সমাজসেবা কর্তৃক তালিকাভুক্তদের মাঝে ক্ষুদ্রঋণ, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী শিক্ষা ভাতা প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে৷
জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা জানান, বর্তমানে উপজেলাওয়ারী ভেড়া পালনের উপর প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি খামারীদের ৬টি করে ভেড়া প্রদান করা হচ্ছে৷ জেলা পরিষদ কর্তৃক খামারীদের ভেড়া পালনের জন্য ভেড়া রাখার ঘর নির্মাণের আর্থিক সহযোগিতা পেলে ইউনিয়ন পর্যায়ে ভেড়া প্রদান করা হবে৷
যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা জানান, বর্তমানে কম্পিউটারে ৪০জন, পোশাক তৈরিতে ৪০ এবং গবাদি পশু-হাঁস-মুরগী পালনের উপর বেকার যুবকদের প্রশিৰণ প্রদান করা হচ্ছে৷