বুধবার ● ১৪ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » ডুয়েটে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
ডুয়েটে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরে প্রতিষ্ঠিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ‘ডিজিটাল ইন্টিগ্রেটেড প্রোটেকশন অ্যান্ড মনিটরিং সিস্টেম’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে ৷
১৩ অক্টোবর মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের তড়িত্ ও ইলেকট্রনিঙ্ প্রকৌশল বিভাগের উদ্যোগে এ কর্মশালার উদ্বোধন করা হয় ৷
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন ৷
তড়িত্ ও ইলেকট্রনিঙ্ প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. রাজু আহমেদের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন কোরিয়ান কোম্পানি এলএসআইএস লিমিটেডের হায়ানজিন লি ৷
বিশেষ অতিথি ছিলেন সৈয়দ আবু জাফর ও কর্মশালায় বিভাগের শিক্ষক ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন ৷ আপলোড : ১৪ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১১.৩৮ মিঃ