সোমবার ● ১৮ জুলাই ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কালীগঞ্জে দুই নারীসহ তিন লাশ উদ্ধার
কালীগঞ্জে দুই নারীসহ তিন লাশ উদ্ধার
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালীগঞ্জ থেকে ১৭ জুলাই রবিবার তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ৷ এর মধ্যে ডোবা থেকে এক বৃদ্ধা, ঘরে ঝুলন্ত অবস্থায় দুই সন্তানের জননীর এবং মোবাইলের টাওয়ারের নিচ থেকে প্রকৌশলীর লাশ উদ্ধার করা হয়৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও এলাকার রেললাইন ও বাইপাস সড়কের মধ্যবর্তী স্থানে ডোবার পানিতে এক বৃদ্ধার লাশ ভাসতে দেখে পথচারীরা থানায় খবর দেয়৷ পরে পুলিশ এসে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়৷ অনুমানিক ৬০ বছর বয়সী বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি৷
কালীগঞ্জ থানার এসআই মুজিবুর রহমান জানান, ওই বৃদ্ধাকে প্রায়ই উপজেলার বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতে দেখা গেছে৷ তিনি মানসিক রোগী ছিলেন৷
অন্যদিকে রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে একটি বাড়ি থেকে গৃহবধূ লিপি আক্তারের (২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ৷ দুই সন্তানের জননী লিপি বরিশালের কাউখালীর ভেকুটিয়া নতুন বাজার গ্রামের বেলায়েত হাওলাদারের মেয়ে৷ তাঁর স্বামী সুমন মিয়ার বাড়িও একই এলাকায়৷ ঘটনার পর থেকে স্বামী পলাতক৷
জানা গেছে, কালীগঞ্জের সেভেন রিং কারখানার কাভার্ড ভ্যানের চালক সুমন কারখানা সংলগ্ন মূলগাঁও এলাকার আবদুর রহিমের বাড়িতে সপরিবারে ভাড়া থাকত৷ পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কয়েক দিন ধরে ঝগড়া চলছিল৷ গত শনিবার রাতে স্ত্রীকে মারধর করে সুমন৷
কালীগঞ্জ থানার এসআই হাবিবুর রহমান জানান, স্বামীর নির্যাতনের কারণে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে লিপি আত্মহত্যা করে থাকতে পারেন৷ তবে তিনি ঘরের মেঝে থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন৷
অন্যদিকে কালীগঞ্জের নাগরী বাজারে বাংলালিংক টাওয়ারের কাজ করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ইকবাল হোসেন (২৭) নামের এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে৷ রবিবার সন্ধ্যায় পুলিশ তাঁর লাশ উদ্ধার করে৷ নিহত ইকবাল মাগুরার শালিখা থানার বুনাগাছী এলাকার শুকুর আলীর ছেলে৷
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শফিকুল ইসলাম জানান, স্টার লিংক ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের টিম লিডার প্রকৌশলী ইকবাল৷
বিকেলে মোবাইল টাওয়ারে কাজ করার সময় ওই টাওয়ারের উপর উঠলে বিদ্যুত্স্পৃষ্ট হন৷ পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন৷