মঙ্গলবার ● ১৯ জুলাই ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষে আলীকদমে সাংবাদিকদের সাথে মতবিনিময়
জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষে আলীকদমে সাংবাদিকদের সাথে মতবিনিময়
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (৪ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৪মিঃ) “জল আছে যেকানে, মাছ চাষ সেখানে” এই শ্লোগান নিয়ে পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলায় আজ ১৯ জুলাই থেকে পালিত হচ্ছে জাতীয় মত্স্য সপ্তাহ-২০১৬৷ এই উপলক্ষে মঙ্গলবার আলীকদম উপজেলা মত্স্য কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷ সভায় উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা মত্স্য কর্মকর্তা গোলাম মর্তুজা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মামুন ইয়াকুব, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বাসুদেব কুমার সানা, আলীকদম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহামেদ, সংবাদিক হাসান মাহমুদ, সাংবাদিক আবু শামা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কল্লোল কুমার সেন, ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়ক আব্দুল মান্নান প্রমূখ৷
সভায় বক্তারা বলেন, আলীকদম উপজেলা মাছ উত্পাদনের একমাত্র প্রাকৃতিক উত্স মাতামুহুরী নদীতে বেশি পরিমানে পোনা অবমুক্ত করতে হবে এবং হাড্ডি জেলেসহ মাছ ধ্বংসকারী যেসব পদ্বতিগুলো রয়েছে সবগুলোর বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে৷ প্রয়োজনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে৷ বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের ঝিরিতে ক্ষুদ্র উদ্দ্যোক্তাদের মাধ্যমে ছোট ছোট বাঁধ নির্মান করে মাছ চাষ বাড়ানো যেতে পারে৷ এছাড়াও মত্স্য চাষের মাধ্যমে সাধারণ জনগণ কিভাবে লাভবান হবে সে সম্পর্কে জনসাধারণকে অবহিত করা যেতে পারে৷