মঙ্গলবার ● ১৯ জুলাই ২০১৬
প্রথম পাতা » খেলা » স্বাধীন বাংলা ফুটবল দল ও ফুটবলার ইকরামকে চেক প্রদান
স্বাধীন বাংলা ফুটবল দল ও ফুটবলার ইকরামকে চেক প্রদান
ক্রীড়া প্রতিবেদক :: (৪ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৪মিঃ) স্বাধীন বাংলা ফুটবল দলের ৫ ফুটবলারকে চেক তুলে দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) অশোক কুমার বিশ্বাস৷ আজ ১৯ জুলাই বিকালে জাতীয় ক্রীড়া পরিষদের সচিবের কক্ষ থেকে স্বাধীন বাংলা ফুটবলের অন্যতম সদস্য সাইদুর রহমান প্যাটেল, খালেক, মোজ্জাম্মেল, জোয়ার্দার চেক বুঝে নিয়েছেন ৷ দীর্ঘদিন যাবত্ স্বাধীন বাংলা ফুটবল দলের ১৯ ফুটবলার নিয়মিত চেক পেয়ে আসছেন৷ এই নিয়ে স্বাধীন বাংলা ফুটবল দলের মোট ২৪ ফুটবলার মাসিক ভিত্তিতে জাতীয় ক্রীড়া পরিষদের অনুদান পাচ্ছেন৷
এদিকে একই দিন ক্যানসার আক্রান্ত ফুটবলার ইকরাম বাসার তুহিনকে এক লাখ টাকার চেক তুলে দিয়েছেন জাতীয় পরিষদের সচিব (যুগ্ম সচিব) অশোক কুমার বিশ্বাস৷ আশির দশকের ফুটবলার তুহিন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিসিবির নির্বাচক হাবিবুল বাসার সুমনের বড় ভাই৷ তুহিনের পক্ষে চেক বুঝে নিয়েছেন হাবিবুল বাসার সুমন৷ এ সময় তিনি জানিয়েছেন, তুহিনকে ইতিমধ্যে ৩টি কেমো দেওয়া হয়েছে৷ তাকে আরো ৩টি কেমো প্রদান করা হবে৷ তিনি স্কয়ার হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন ৷
উল্লেখ্য, ফুটবলার তুহিন ১৯৮০ থেকে ঘরোয়া ফুটবলে বিভিন্ন ক্লাবের হয়ে ১৯৯২ সাল পর্যন্ত খেলেছেন৷