বুধবার ● ২০ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » চট্টগ্রাম রাউজানের পাহাড়তলীতে মাদক বিরোধী অভিযান
চট্টগ্রাম রাউজানের পাহাড়তলীতে মাদক বিরোধী অভিযান
আমির হামজা, রাউজান প্রতিনিধি ::(৫ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৪৪মিঃ) চট্টগ্রামের রাউজানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। ১৯ জুলাই মঙ্গলবার রাত ৮টা সময় রাউজানের পাহাড়তলী বাজারে পুর্ব পাশে একঠি বাগানে অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদ উদ্বার করা হয়। রাঙ্গুনিয়ার মাদক ব্যবসায়ি শমসু অালম(৪৫) সহ অার ১৫-২০ জন ধরা পড়ে । এর পরে পাহাড়তলীতে দাশ পাড়া মাদক ব্যবসায়ী রতন দাশ(৩৫), ও খৈয়াখালীর রোটন বড়ুয়ার(৪০) কাছ থেকে প্রায় ৬০ লিটার সোলাই মদ উদ্ধার করেন এবং জন সাধারনের সম্মুখে আগুন লাগিয়ে নষ্ট করা হয়। মাদকদ্রব্য অভিযানের নেতৃত্ব দেন ইউনিয়নের চেয়ারম্যান রোকন উদ্দীনের, পাহাড়তলী আওয়ামীলীগের উপজেলা অাওয়ামীলীগের প্রচার সম্পাদক ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক ভিপি দোস্ত মোহাম্মাদ খান, পাহাড়তলী ইউনিয়নের সভাপতি মো. নবী, সাধারণ সম্পাদক মো. অালী, ওয়ার্ড মেম্বার অামির হোসেন, সাবেক মেম্বার ইসলমাইল, সাবেক মেম্বার সুজন মল্লিক, অায়ুব খান মেম্বার, ছাত্রনেতা জানে অালম, রোকন, তপন বাবু, ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয়ে সাবেক জিএস রুবেল, সিরাজ, কামরুল ইসলাম মেম্বার, পাহাড়তলী ছাত্রলীগের সভাপতি মো. রাসেল, সহ-সভাপতি নৈঈম উদ্দীন চৌধুরী, ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মো সালাউদ্দীন, সেলিমা কাদের চৌধুরী ডিগ্রী কলেজ এর সাবেক সভাপতি মো জাবেদ, জালাল, জাসেদ ও আলি রাজ প্রমুখ।