বুধবার ● ২০ জুলাই ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » কাউখালীতে জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষে পোনা অবমুক্তকরন ও আলোচনা সভা
কাউখালীতে জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষে পোনা অবমুক্তকরন ও আলোচনা সভা
কাউখালী প্রতিনিধি ::(৫ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৫.০৩মিঃ) ‘জল আছে যেখানে মাছ চাষ সেখানে’ প্রতিপাদ্য বিষয় নিয়ে প্রতিবারের মতো এবারও ১৯-২৫জুলাই মৎস্য সপ্তাহ উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলা মত্স্য অধিদপ্তরের উদ্যোগে ২০ জুলাই বুধবার সকাল ১০টায় এক র্যালী, আলোচনা সভা ও পোনা অবমুক্ত করা হয়৷
কাউখালী উপজেলা মত্স্য দপ্তরের উদ্যোগে আয়োজিত র্যালীটি উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন শেষে কাউখালী উপজেলা অফিসার্স ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়৷ আলোচনা সভায় সভাপতিত্ব করেন,কাউখালী উপজেলা কৃষি অফিসার কাজী মোঃ শফিকুল ইসলাম৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী (চৌচা মং)৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মংসুইউ চৌধুরী (ডুমং), উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিনয় চাকমা,উপজেলা সমাজ সেবা অফিসার রুপনা চাকমা, আওয়ামীলীগ উপজেলা শাখাার যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ বেলাল উদ্দিন ৷
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার মোঃ বাহার মিয়া, বিআরডিবি’র সাবেক কর্মকর্তা মোঃ ওয়ালী উল্লাহ মিয়া,সাংবাদিক মোঃ ওমর ফারুক, উপজেলা মত্স্য সহকারী অফিসার মৃনাল কান্তি চাকমা ও রাঙীপাড়া মিনি মত্স্য হ্যাচারী ম্যানেজার মোঃ আল রাজিব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাউখালী উপজেলা মত্স্য অফিসার এস এম শাহজান সিরাজ ৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মত্স্য অফিসের ফিল্ড সুপারভাইজার প্রদিপ কুমার দাশ৷
বক্তারা আলোচনা সভায় বলেন, আমরা বাঙালীরা মাছে ভাতে বাঙালী৷ মাছ আমাদের খাবারের মধ্যে একটি প্রিয় খাবার৷ বাংলাদেশ নদী মাতৃক দেশ৷ এখানের নদী,খাল বিল,পুকুর সব জায়গাতে মাছ পাওয়া যায়৷ মাছের চাষ করে আজ আমাদের দেশের অনেক বেকার লোকজন স্বাবলম্বী হয়েছেন৷ তাছাড়া মাছ সকলেরই খাবারের মধ্যে পছঁন্দের খাবারের মধ্যে একটি পছন্দের খাবার৷ আমরা আমাদের এলাকায় পকুর খনন করে অথবা দুটি পাহাড়ের মাঝে বাধঁ দিয়ে মাছের চাষ করতে পারি৷ হতে পারি আর্থিকভাবেও স্বাবলম্বী। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপজেলা সদর লেকে মাছের পোনা অবমুক্ত করেন৷