বুধবার ● ২০ জুলাই ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » পার্বত্য অঞ্চলের জেলে ও মত্স্য চাষীদের ভাগ্য উন্নয়নে প্রকল্প প্রদান করা হয়েছে: ফিরোজা বেগম চিনু, এমপি
পার্বত্য অঞ্চলের জেলে ও মত্স্য চাষীদের ভাগ্য উন্নয়নে প্রকল্প প্রদান করা হয়েছে: ফিরোজা বেগম চিনু, এমপি
ষ্টাফ রিপোর্টার :: (৫ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৫.২৬মিঃ) রাঙামাটি ৩৩৩-ম৩৩ আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় পার্বত্য অঞ্চলের জেলে ও মত্স্য চাষীদের ভাগ্য উন্নয়নে প্রকল্প প্রদান করা হয়েছে কিন্তু এই প্রকল্প বন্ধ করার জন্য কিছু মহল উঠেপরে ষড়যন্ত্র চালাচ্ছে৷ তিনি পার্বত্য অঞ্চলের জেলে ও মত্স্য চাষীদের ভাগ্য উন্নয়নে বাধাগ্রস্থ না করে তাদের সহযোগীতায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান৷ তিনি বলেন, কাপ্তাই হ্রদে মত্স্য শিকার বন্ধ থাকাকালীন এ সরকারই জেলেদের ভিজিএফ কার্ড প্রদানের মাধ্যমে খাদ্যশষ্য প্রদান করেছেন যা অন্য কোন সরকার করেনি৷ তিনি জেলেদের উদ্দ্যেশে বলেন, কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধ থাকাকালীন কোন ভাবেই যাতে কোন জেলে মত্স্য শিকার না করে, এতে করে নিজেদেরই ৰতি হবে৷ বৃহত্তম এই কাপ্তাই হ্রদে সুপরিকল্পিতভাবে মত্স্য উত্পাদন বৃদ্দি করে জেলার মানুষের আমিষের চাহিদা মিটিয়ে বাইরের জেলায়ও রপ্তানি করে অর্থনৈতিকভাবে স্ববলম্বী ও রাজস্ব আয় বৃদ্ধিতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি৷
রঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা মত্স্য বিভাগ (বিএফডিসি) এবং বিএফআরআই এর আয়োজনে ২০ জুলাই বুধবার জাতীয় মত্স্য সপ্তাহ ২০১৬ উপলৰে জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন৷
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মত্স্য বিভাগের আহ্বায়ক সাধন মনি চাকমা, পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) তানভীর আজম ছিদ্দিকী বক্তব্য দেন৷ স্বাগত বক্তব্য দেন জেলা মত্স্য কর্মকর্তা মোঃ আবদুর রহমান৷
আলোচনাসভার আগে মত্স্য সপ্তাহ উপলক্ষে “জল আছে যেখানে মাছ চাষ সেখানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ হতে এক বর্ণাঢ্য র্যালী বের হয়৷ র্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে শহরের রাজবাড়ী নৌযান ঘাঠে এসে শেষ হয়ে কাপ্তাই হ্রদে বিভিন্ন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করে অতিথিরা৷