বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » বান্দরবানে একে ৪৭ সহ ৩ জন অস্ত্রব্যবসায়ী আটক
বান্দরবানে একে ৪৭ সহ ৩ জন অস্ত্রব্যবসায়ী আটক
বান্দরবান প্রতিনিধি ::বান্দরবান শহরের মধ্যমপাড়ার মাস্টার মার্কেট এলাকা থেকে চট্রগ্রাম র্যাব ৭ এর সদস্যরা অভিযান চালিয়ে অন্ত্র গুলি সরজ্ঞামসহ ৩ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ৷ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে র্যাব সদস্যরা ক্রেতা সেজে এই অভিযান চলায়৷ আটককৃতদের কাছ থেকে র্যাব আমেরিকার তৈরী ৩টি একে ৪৭ রাইফেল, ২টি বিদেশী পিস্তল, পিসত্মলের ১০ রাউন্ড গুলি ৫টি মোবাইল সেট ও অন্যান্য সরজ্ঞাম উদ্ধার করেছে ৷ আটককৃতরা হলো লাল পিয়ান থান বম (৪৮), বাবু বম (৩২) ও সিন থোয়াই চাক (৩০)৷ এদের মধ্যে প্রথম দুজনের বাড়ি বান্দরবানের রুমা উপজেলায় ও পরের জনের বাড়ি নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ৷ এরা শহরের মাষ্টার মার্কেট এলাকায় অন্ত্রগুলো হাতবদল করছিল ৷ ঠিক সে সময়ই র্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাদের অটক করে৷ আটকের পর অন্ত্র সরজ্ঞামগুলো মাষ্টার মার্কেটের সামনে জনসম্মুক্ষে রাখা হয়৷
আটককৃতরা কারা বা কোন সংগঠনের সাথে জড়িত তা এখনো জানা যায়নি৷ তাদের দুটি মাইক্রোবাসে তুলে র্যাব চট্রগ্রামে নিয়ে যায় ৷ সেখানেই তাদের জিজ্ঞাবাদ করা হবে বলে র্যাব কর্মকর্তারা জানিয়েছেন৷
র্যাব ৭ এর অধিনায়ক লে: কর্নেল মিফতা উদ্দিন আহম্মেদ জানান র্যাব এর আগেও বান্দরবানে বেশ কয়েকটি অভিযান চালিয়েছে ৷ তবে ৬ষ্ঠ বারের মত অভিযানে ক্রেতা সেজে অন্ত্রসহ ৩ জনকে আটক করতে তারা সক্ষম হন৷
উল্লেখ্য, বান্দরবানের সীমান্তবর্তী এলাকা থেকে বেশ কয়েকটি দেশি-বিদেশি সন্ত্রাসী গ্রুপের সদস্যরা সময় সুযোগ বুঝে অস্ত্র, গুলি কেনাবেচা করে থাকে৷ নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রায় সময়ই অভিযানে এসব অস্ত্র উদ্ধারও করে ৷
আপলোড : ১৫ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ২. ৫৫ মিঃ