বুধবার ● ২০ জুলাই ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » পানছড়িতে ফলজ বৃক্ষ মেলা ও জাতীয় মত্স্য সপ্তাহ শুরু
পানছড়িতে ফলজ বৃক্ষ মেলা ও জাতীয় মত্স্য সপ্তাহ শুরু
পানছড়ি প্রতিনিধি :: (৫ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.৪১মিঃ) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ২০ জুলাই বুধবার থেকে শুরু হয়েছে ফলজ বৃক্ষ মেলা ও জাতীয় মত্স্য সপ্তাহ৷
কৃষি সমপ্রসারণ অধিদপ্তর পানছড়ি’র আয়োজনে ফলদ বৃক্ষ মেলা ২০১৬ উপলক্ষে তিন দিনব্যাপী এ মেলা উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলানয়াতনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা মোঃ আলা উদ্দীন শেখ৷ এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তংঞ্চাঙ্গ্যা, ২নং চেঙ্গী ইউপির সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা প্রমূখ৷ “অর্থ পুষ্টি স্বাস্থ্য চান- দেশী ফল বেশী খান” এই প্রতিপাদ্যে উপ-সহকারী কৃষি সমপ্রসারণ কর্মকর্তা দিবস চাকমা সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি সমপ্রসারণ কর্মকর্তা নয়ন্তু চাকমা, কৃষক ওয়াসিম কুমার চাকমা৷ আরো উপস্থিত ছিলেন, মত্স্য কর্মকর্তা (ভাপ্রাপ্ত) প্রিয় কান্তি চাকমা, সহকারী কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মোঃ নাজির হোসেনসহ উপ সহকারী কর্মকর্তা মোঃ মানিক মিয়া, বিভিন্ন এলাকার কৃষক ও কৃষানীরা৷ আলোচনা সভার শেষে প্রধান অতিথি ফিতা কেটে মেলার স্টল উদ্বোধন ও আলোচনা সভা শেষে স্টল পরিদর্শন করেন৷ এবারের ফলদ বৃক্ষ মেলায় সর্বমোট ১৩টি স্টল হয়েছে৷
অপর দিকে মত্স্য অধিদপ্তর পানছড়ি’র আয়োজনে “জল আছে যেখানে, মাছ চাষ সেখানে” প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে ৷ মত্স্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে পানছড়ি উপজেলা মত্স্য অধিদপ্তর৷ ২০ জুলাই বুধবার সকাল দশটা থেকে একটি র্যালী উপজেলা পরিষদ এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে৷ ব্যানার ও ফেস্টুন সহযোগে র্যালীটি। শেষে উপজেলা পরিষদের নিজস্ব পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়৷ র্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা৷ এ সময় আরো উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা মত্স্য কর্মকর্তা (ভাপ্রাপ্ত) প্রিয় কান্তি চাকমাসহ উপজেলার বিভিন্ন প্রশাসনিক কমকর্তা, মত্স্য চাষীগন৷