বুধবার ● ২০ জুলাই ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » শৈলকুপায় মৎস্য সপ্তাহ শুরু
শৈলকুপায় মৎস্য সপ্তাহ শুরু
ঝিনাইদহ প্রতিনিধি :: নানা কর্মসূচীর মধ্যদিয়ে ঝিনাইদহের শৈলকুপায় জাতীয় মত্স্য সপ্তাহ ২০১৬ শুরু হয়েছে৷ এ উপলক্ষে বর্ণঢ্য র্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে ৷
কর্মসূচীর অংশ হিসেবে ২০ জুলাই বুধবার সকাল ১০ টায় শৈলকুপা উপজেলা মত্স্য দপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে৷
শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলমের নেতৃত্বে ও উপজেলা মত্স্য কর্মকর্তা শফিকুল ইসলামের পরিচালনায় র্যালীতে অংশগ্রহণ করেন শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম খান, সমাজ সেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, যুব উন্নয়ণ কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা ওয়ালিউর রহমান, একটি বাড়ী একটি খামার প্রকল্প সমন্বয়ক বিশ্বজিত্ বিশ্বাস, সহকারী মত্স্য কর্মকর্তা ওয়ালিউর রহমান, দিগনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হকসহ মত্স্য চাষী, মত্স্য ব্যবসায়ী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা৷
র্যালী শেষে সকাল সাড়ে ১০টায় শৈলকুপা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়৷