বুধবার ● ২০ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে সাইকেল কারখানাসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা
গাজীপুরে সাইকেল কারখানাসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৫শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৯.১৫মিঃ) পরিবেশ দূষণের দায়ে গাজীপুরে বাইসাইকেল তৈরির একটি কারখানাসহ দুইটি প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে৷
২০ জুলাই বুধবার পরিবেশ অধিদফতরের এনফোর্সমেন্ট উইং এই জরিমানা আদায় করে৷
পরিবেশ অধিদফতর ঢাকা সদর দফতরের সহকারী পরিচালক মোঃ মোজাহিদুর রহমান জানান, দূষণ বিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে বুধবার অধিদফতরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) ডঃ মুঃ আনোয়ার হোসেন হাওলাদার পরিবেশ দূষণের দায়ে গাজীপুরের সাইকেল তৈরির একটি কারখানাসহ দুইটি কারাখানার মালিক অথবা প্রতিনিধিকে পরিবেশ অধিদফতরের ঢাকা সদর দফতরে এনফোর্সমেন্ট উইংয়ে তলব করে শুনানি গ্রহণ করেন৷
শুনানি শেষে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি পরিবেশে নির্গমন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার ইউনীগ্লোরি সাইকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১ লাখ ২৪ হাজার টাকা এবং গাজীপুর সিটি করপোরেশেনের বাদেকলমেশ্বর এলাকার জেনারেটর সার্ভিসিংয়ের কারখানা এবিবি লিমিটেডকে ৪ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করে জরিমানা করেন৷