বুধবার ● ২০ জুলাই ২০১৬
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » গাবতলীতে জাতীয় মত্স্য সপ্তাহ শুরু
গাবতলীতে জাতীয় মত্স্য সপ্তাহ শুরু
বগুড়া জেলা প্রতিনিধি :: ১৯ জুলাই বুধবার গাবতলী উপজেলা মত্স্য অধিদপ্তর আয়োজিত জাতীয় মত্স্য সপ্তাহ ২০১৬ উপলক্ষে বন্যাঢ্য র্যালী.আলোচনা সভা উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে ৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিধির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোরশেদ মিল্টন৷ স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মত্স্য কর্মকর্তা আয়েশা খাতুন৷ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা আহসান শহীদ সরকার, কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রকৌশলী আক্কাস আলী, সমবায় কর্মকর্তা সাবিহা আফরুজ, পুষ্টিবিদ মফিজুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক একেএম আজাদ, মহিলাবিষয়ক অফিসার আশরাফ আলী, সাংবাদিক আবু মুসা, মত্স্য চাষী জুলফিকার হায়দার (কালু) প্রমৃখ৷ আলোচনা শেষে ৩ মত্স্য চাষীকে পুরস্কার বিতরণ ও উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী মত্স্য কর্মকর্তা আরিফ আহম্মেদ৷