বৃহস্পতিবার ● ২১ জুলাই ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাঙামাটিতে র্যালী ও আলোচনা সভা
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাঙামাটিতে র্যালী ও আলোচনা সভা
ষ্টাফ রিপোর্টার :: (৬শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৩মিঃ) বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৬ উপলক্ষে রাঙামাটি জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ২১জুলাই বৃহস্পতিবার সকালে পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইন্সটিটিউটে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি ৩৩৩-ম-৩৩ আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু ।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) চিত্ত রঞ্জন পাল, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য জেবুন্নেসা রহিম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বেগম শাহান ওয়াজ, পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান সরদার বক্তব্য রাখেন৷
আলোচনা সভা শেষে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, কমিউনিটি ক্লিনিক ও প্রাইভেট ক্লিনিকে রোগীদের সেবা প্রদানে অবদান রাখায় স্বাস্থ্য কর্মীদের সম্মাননা সনদপত্র বিতরণ করেন অতিথিরা৷
এর আগে দিবসটি উপলক্ষে “কিশোরীদের জন্য বিনিয়োগ আগামী প্রজন্মের সুরক্ষা” এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়৷ র্যালীটি শহরের বিশেষ বিশেষ পয়েন্ট ঘুরে পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইন্সটিটিউটে এসে শেষ হয়৷ র্যালীতে সিনিয়র স্টাফ নার্স, নার্সিং ইন্সটিটিউট, পরিবার কল্যাণ পরিদর্শিকা ও প্রাইভেট ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন৷