বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » হাইটেক পার্কে ৭০ হাজার কর্মসংস্থান হবে — তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী
হাইটেক পার্কে ৭০ হাজার কর্মসংস্থান হবে — তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি :: তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ১৯৯৯ সালে বিনিয়োগ বোর্ডের ১২ তম সভায় মাননীয় প্রধানমন্ত্রী হাইটেক পার্কের জন্য ২৩২ একর জমি বরাদ্দ দিয়ে ছিলেন ৷ তখন কাজটি শুরু করা হয়ে ছিল ৷ কিন্ত সরকার পরিচালনার ধারাবাহিকতার অভাবে আমরা দীর্ঘদিন পার্কের কাজ এগোতে পারিনি ৷
দেশের জনগনকে ধন্যবাদ দিয়ে মন্ত্রী বলেন, ‘নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছেন ৷ দীর্ঘ ১৬ বছর পরে হলেও হাইটেক পার্কের মূল ভবনের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, ওয়ানস্টপ সার্ভিস হাউজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম ৷ হাইটেক পার্কের আশপাশের গ্রামবাসীর চলাচলের জন্য পার্কের অর্থায়নে সড়ক তৈরি করা হয়েছে ৷ ফলে জনগণের চলাচলে সমস্যা হবে না ৷ পাশাপাশি এ হাইটেক পার্কে আগামী ১০ বছরে ৭০ হাজার দক্ষ তরুণ-তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা হবে ৷’
প্রতিমন্ত্রী বলেন, ‘এখানে টি আর ফোর ডেটা সেন্টার, যেটি পৃথিবীর মধ্যে ৫ম ডেটা সেন্টার, সেটিও এখানে ৭-৮ একর জায়গার মধ্যে হবে ৷ ২০ একর জায়গা রাখা হয়েছে রিচার্স এন্ড ডেভেলপ সেন্টারের জন্য ৷ প্রথম পর্যায়ে আজকে ফাইভার এট হোম এবং মালোয়েশিয়ার আহরিশ জয়েন্ট ভেঞ্চার কম্পানি ৪১ একরের মধ্যে প্রথম ভবন নির্মাণের কাজ শুরু করল ৷ আমরা আশা করছি, এক বছরের মধ্যেই ভবন তৈরি শেষ করতে পারব ৷ হয়ত ২০১৭ সালের মধ্যে ইন্ডাট্রিজের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করতে পারব ৷ ইতোমধ্যে বিদ্যুত্, গ্যাস, সাপ্লাইয়ের পানির লাইন, সড়কবাতি, আভ্যন্তরীণ রাস্তা, ইত্যাদি কাজ হয়ে গেছে ৷’
তিনি বলেন, ‘আমরা প্রায় ১২ রকম অর্থনৈতিক ইনসেনটিভ ঘোষণা করেছি৷ সেগুলোর এসআরও জারি হয়েছে ৷ যেমন আগামী ১০ বছর এখানে কর্পোরেট ট্যাঙ্ থাকবে না ৷ ডেভেলপারদের জন্য যে ম্যাটারিয়াল আসছে সেগুলোর ইমপোর্ট ডিউটি থাকবে না ৷ ইতোমধ্যে জাপান, সৌদি আরব, মালয়েশিয়া ও ভারতের বেশ কিছু কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে৷ তাদের সঙ্গে আমাদের চুক্তি স্বাক্ষরিত হয়েছে ৷ আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে ডিজিটাল বাংলাদেশের লাইফ লাইন হিসেবে ডিজিটাল ইকোনমির সম্ভবানার যে দরজা তা হাইটেক পার্ক দিয়ে উন্মোচন করতে পারব ৷’
তিনি ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্কে ৩নং ব্লকের সেবা ভবনের (উন্নয়ন কাজের) ভিত্তিপ্রস্তরসহ কয়েকটি প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ সব কথা বলেন ৷
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, জেলা প্রশাসক এস এম আলম, হাইটেক পার্কের কর্মকর্তা, প্রশাসনের ঊর্ধবতন কর্মকর্তারা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷
পরে প্রতিমন্ত্রী কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় অবস্থিত ওয়ালটন কারখানার বিভিন্ন সেকশন ঘুরে দেখেন এবং কারখানার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন ৷ আপলোড : ১৫ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় সন্ধ্যা ৭.০৬ মিঃ