শুক্রবার ● ২২ জুলাই ২০১৬
প্রথম পাতা » ঢাকা » জাতীয়তাবাদী শক্তি ও জিয়া পরিবারকে ধ্বংস করার নীলনকশা সরকারের : শাহরিয়ার অালম জর্জ
জাতীয়তাবাদী শক্তি ও জিয়া পরিবারকে ধ্বংস করার নীলনকশা সরকারের : শাহরিয়ার অালম জর্জ
প্রেস বিজ্ঞপ্তি :: মিথ্যা মামলার খেলায় মেতে উঠেছে সরকার। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যে মামলার অভিযোগে এ সাজা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সচেতন ছাত্র ফোরামের সভাপতি শাহরিয়ার অালম জর্জ। ২১ জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ সচেতন ছাত্র ফোরামের সভাপতি শাহরিয়ার অালম জর্জ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব জানান। প্রেস বিজ্ঞপ্তিতে শাহরিয়ার অালম জর্জ বলেন, তারেক রহমানের বিরুদ্ধে দেয়া এ রায় সম্পূর্ণই রাজনৈতিক প্রতিহিংসামূলক। রাজনীতি থেকে তারেক রহমানকে দূরে রাখতেই এ ঘোষণা করা হয়েছে।
শাহরিয়ার অালম জর্জ আরও বলেন, জাতীয়তাবাদী শক্তি ও জিয়া পরিবারকে ধ্বংস করার নীলনকশার অংশ হিসেবে সরকার তারেক রহমানকে মিথ্যে অভিযোগে এ সাজা দিয়েছেন। ১/১১ সরকার সম্পূর্ণ অবৈধভাবে তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়েছিলেন। দুর্নীতির সাথে তিনি যুক্ত না থাকায় তিনি নিম্ন আদালত থেকে মুক্তি পান। সরকার উদ্দেশ্য প্রণোদিত হয়ে দুদকের মাধ্যমে আপিল করে সাজা প্রদান করেন বলেও মন্তব্য করেন।
তারেক রহমানকে রাজনীতি থেকে বাদ দেওয়ার ফরমুলা বাস্তবায়ন করতে চায় সরকার। ফলে হাইকোর্ট বিভাগ তারেক রহমানের বিরুদ্ধে এক মনগড়া রায় প্রদান করেন। কিন্তু বাংলাদেশের জনগণ এ রায় প্রত্যাখান করেছে বলেও জানান।
এছাড়াও প্রতিবাদ জানান, সচেতন ছাত্র ফোরামের স্থায়ী কমিটির সদস্য মো. রুহুল আমিন পাঠান, মো. সাহিনুর আলম সম্রাট, শেখ মো. হাসনাত, যুক্তরাজ্য শাখা সভাপতি তৌহিদুল ইসলাম রকি, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পান্নাসহ বিভিন্ন জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।