শনিবার ● ২৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » শিরোনাম » রামগড় ও মানিকছড়িতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জঙ্গীবাদ বিরোধী র্যালী
রামগড় ও মানিকছড়িতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জঙ্গীবাদ বিরোধী র্যালী
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (৮ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সকাল ৯.৫০মিঃ) জেলার রামগড় ও মানিকছড়িতে জঙ্গীবাদ মোকাবেলায় খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মো. হারুন সর্বস্তরের মানুষের সহযোগিতা ও বাংলাদেশের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র রুখে দিতে সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সজাক থাকার আহবান জানান ৷ ইসলাম শান্তির ধর্ম যা নিরপরাধ মানুষ হত্যা সমর্থন করেনা উল্লেখ করে বিশ্বের দরবারে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন করতেই স্বাধীনতা বিরোধী চক্ররা সন্ত্রাসী গোষ্ঠি দিয়ে সারাদেশে ইসলামীর নামে জঙ্গী তত্পরতা চালিয়ে যাচ্ছে ৷ এ সময় তিনি নিজ নিজ সমাজের আশেপাশে অপরিচিত কাউকে সন্দেহ জনক অবস্থায় দেখলে আইনশৃংঙ্খলা বাহিনীকে খবর দেয়ার আহবান জানান ৷
তিনি ২১ জুলাই বৃহস্পতিবার রামগড় সকালে ও মানিকছড়িতে বিকালে পৃথক পৃথক র্যালী ও আলোচনায় সভায় উপরোক্ত কথা বলেন ৷
রামগড়ের ইউএনও, উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, বিভিন্ন মসজিদ মাদ্রাসার শিক্ষক ছাত্র ও মানিকছড়িতে উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাঈন উদ্দিনসহ সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন ৷ উভয় উপজেলা পরিষদ টাউন হলে দুই উপজেলার প্রায় হাজার খানেক সচেতন সাধারণ মানুষ, ইমাম ও ধর্মীয় নেতার অংশগ্রহণে জঙ্গীবাদ বিরোধী সভায় খাগড়াছড়ি মুক্তিযোদ্ধা কমান্ডের আবুল কালাম,আব্দুল ছালাম,নয়ন ৷ রামগড়ের ইউএনও, থানা অফিসার ইনচার্জ (ওসি) ,মহিলা ভাইস চেয়ারম্যান,দুদক সভাপতি, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তানরা ও স্থানী সাংবাদিকরা অংশ গ্রহন করেন ৷