শনিবার ● ২৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » ঢাকা » মাহমুদুর রহমান মান্নার মুক্তি দাবি : জঙ্গিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্য গড়ে তোলার আহ্বান
মাহমুদুর রহমান মান্নার মুক্তি দাবি : জঙ্গিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্য গড়ে তোলার আহ্বান
ঢাকা প্রতিনিধি ::(৮ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় দুপুর ৩.৪৭মিঃ) বিনা বিচারে, বিনা চিকিৎসায় কারাবন্দী নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তি এবং দেশ ও মানুষ বাঁচাতে জঙ্গিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নাগরিক ছাত্র ঐক্য। ২৩ জুলাই শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে “জঙ্গিবাদমুক্ত নিরাপদ বাংলাদেশ চাই-জননেতা মাহমুদুর রহমান মান্নার মুক্তি চাই” দাবিতে নাগরিক ছাত্র ঐক্য আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে এ আহ্বান জানানো হয়।
উল্লেখ্য যে, নাগরিক ছাত্র ঐক্য আয়োজিত মানববন্ধন কর্মসূচী কোনরকম উস্কানী ছাড়াই পুলিশী বাধার সম্মুখীন হয়। পরবর্তীতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার পর তারা শর্ত সাপেক্ষে অল্প সময়ের জন্য মানববন্ধনের অনুমতি প্রদান করেন।
নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক নাজমুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর (উঃ) আহ্বায়ক শহীদুল্লাহ কায়সার, সোনার বাংলা পার্টির সভাপতি শেখ আব্দুন নূর, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য ইকবাল কবির, যুব ঐক্যের কেন্দ্রীয় সদস্য এস.এম হানিফ, ঐক্যবদ্ধ ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মোহাম্মদউল্লাহ মধু ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা আকবর খান প্রমুখ।
বক্তারা বলেন, জঙ্গীবাদী হামলা দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। এ অবস্থা থেকে দেশ ও মানুষকে বাঁচাতে ছাত্র-জনতার ঐক্য গড়ে তুলতে হবে। বক্তারা বলেন, দেশে স্বাভাবিক রাজনীতির সুযোগ না থাকলে, মানুষের বাক-স্বাধীনতার অধিকার না থাকলে জঙ্গিবাদের উত্থান রোধ করা সম্ভব হবে না। তারা বলেন, আমরা কোন দল বা গোষ্ঠির বিরুদ্ধে নয়। আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে, আমরা দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে, আমরা গণতন্ত্র ও শান্তির পক্ষে, মানবতার পক্ষে, আমরা মুক্তিযুদ্ধের চেতনার শক্তি। আমাদের কর্মসূচীতে বাধা দেওয়া অত্যন্ত দুঃখজনক। দেশে যদি এহেন পরিস্থিতি চলতে থাকে তাহলে তার সুযোগ অপশক্তি গোষ্ঠি লুফে নেবে।
বক্তারা সরকারের উদ্দেশ্যে বলেন, ছাত্রদের ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনতে অবিলম্বে দেশের সকল কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন দিন এবং ছাত্রদের স্বাভাবিক ও সুষ্ঠু রাজনীতির পরিবেশ ফিরিয়ে দিন। বক্তারা বলেন, ছাত্রদের সমাজ ও রাজনীতির বাইরে রেখে দেশের মঙ্গল সম্ভব না।
বক্তারা আরো বলেন, ছাত্র রাজনীতির কিংবদন্তী, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেতা মাহমুদুর রহমান মান্নাকে সরকার মিথ্যা অজুহাতে বিনা বিচারে, বিনা চিকিৎসায় প্রায় দেড় বছর ধরে কারাগারে আটক রেখেছে। কারাভ্যন্তরে হার্ট ও কিডনির সমস্যাসহ নানান জটিল রোগে গুরুতর অসুস্থ মান্নার জীবন এখন সংকটাপন্ন। বক্তারা অনতিবিলম্বে মান্নার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিত করার জোর দাবী জানান তারা।