শনিবার ● ২৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » মহিষ পাল বা মহিষ বাতান
মহিষ পাল বা মহিষ বাতান
বগুড়া প্রতিনিধি :: (৮ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৪মিঃ) গরীব চেন্টু দরিদ্রতা’কে জয় করতে তার জীবন সংগ্রাম৷ ফলে মহিষপাল গুলো’কে নিয়ে তার অজানা পথ চলা৷ এক জেলা থেকে অন্য জেলায় ঘুরে ঘুরে মহিষ দল গুলোর খাবার সংগ্রহ করতে হয় তাকে৷ পথের মধ্যে জন্ম নেয় মহিষের বাচ্চা ও পাওয়া যায় মহিষের দুধ৷ দূীর্ঘ সময়পর এ থেকে মালিক’কে দিয়ে যে টাকা আয় হয় তা দিয়ে চলে তার সংসার৷ ফলে মালিক হয় লাভবান৷ এভাবেই উন্নতজাতের মহিষ পাল (বাতান) নিয়ে দিনমজুর চেন্টু ঘুরে বেড়াচ্ছেন এক মাঠ থেকে অন্য মাঠ প্রান্তরে৷ মহিষগুলো মনের আনন্দে খাচ্ছে মাঠের সবুজ ঘাস৷ ফলে মহিষ পালগুলো’র খাবারের জন্য প্রতিদিন ব্যস্ত সময় কাঁটাতে হয় তাকে৷ এ মহিষ পালের মালিক সারিয়াকান্দি পাকুল্লা’র নরেশ ঘোষ৷ তার দুই’শতাধিক মহিষ পাল’কে নিয়ে ২২ জুলাই শুক্রবার বগুড়া গাবতলীর কাগইল ও দক্ষিনপাড়া উজগ্রাম মাঠে মহিষগুলো’কে ঘাস খাওয়াতে দেখা যায়৷ ছটিটি তুলেছেন আমাদের বগুড়া জেলা প্রতিনিধি আল আমিন মন্ডল৷