শনিবার ● ২৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে বিএনপি’র বিক্ষোভ মিছিলে পুলিশের বাধাঁ
খাগড়াছড়িতে বিএনপি’র বিক্ষোভ মিছিলে পুলিশের বাধাঁ
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৮ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৬মিঃ) বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মুদ্রা পাচারের অভিযোগ এনে মিথ্যা মামলায় সাজা দেয়ার প্রতিবাদে খাগড়াছড়িতে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ৷
২৩ জুলাই শনিবার সকাল ১১টায় বিক্ষোভ মিছিল বের হতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধাঁ প্রধান করে৷ এ সময় বিএনপি’র নেতাকর্মীদেও সংঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়৷ পরে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত বিক্ষেভ সমাবেশ অনুষ্ঠিত হয়৷
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত৷
বক্তরা বলেন, সরকার রাজনীতি প্রতিহিংসা পরায়ন হয়ে তারেক জিয়ার বিরুদ্ধে সরকারের লিখিত রায় দিয়েছেন বিচারপতিরা৷ বিচারের এ রায় মেনে নেবে না বলে জানিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারী জানান৷
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরী মাষ্টার,সহ-সাংগঠনিক সম্পাদক এমএন আফসার,আইন বিষয়ক সম্পাদক এ্যাড.আব্দুল মালেক মিন্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ইব্রাহীম খলিল, জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি অনিমেষ দেওয়ান নন্দিত, সদর পৌর বিএনপির সভাপতি আব্দুর রব রাজা, সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দরা৷