শনিবার ● ২৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » কক্সবাজার » জাতীয়করণের দাবীতে উখিয়ার কলেজে মানববন্ধন
জাতীয়করণের দাবীতে উখিয়ার কলেজে মানববন্ধন
পলাশ বড়ুয়া, উখিয়া :: (৮ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.০৭মিঃ) দক্ষিণ কক্সবাজারের সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া কলেজকে জাতীয়করণের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রীর নিকট দাবী জানিয়ে ২৩ জুলাই শনিবার সকালে ছাত্র-ছাত্রী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর উদ্যোগে কক্সবাজার-টেকনাফ সড়কের এক মানববন্ধন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম.ফজলুল করিম, সহকারী
অধ্যাপক অজিত কুমার দাশ, শিক্ষার্থীদের পক্ষে আলমগীর নিশা ও সাঈদুল আমিন
টিপু। বক্তারা বলেন, দক্ষিণ কক্সবাজারে প্রত্যন্ত অঞ্চলে ১৯৯১ সালে প্রতিষ্ঠিত একমাত্র সর্বোচ্চ বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান, ব্যবসায়, মানবিক), সমমানের বি.এম, স্নাতক (পাশ), ৪ বিষয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে বর্তমানে প্রায় ১৬শত শিক্ষার্থী অধ্যায়নরত। মান সম্মত শিক্ষা বান্ধব এ কলেজটি লেখা-পড়ায় একাধিকবার জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
এছাড়াও দক্ষ মানব সম্পদ, খেলাধুলার মাঠ, একাডেমিক ভবন, কলেজের চতুর্দিকে
সীমানা প্রাচীর, আরকান সড়ক সংলগ্ন কলেজ গেইট এবং সংলগ্ন মসজিদ সহ সহজ
যোগাযোগ ব্যবস্থায় অন্যতম “উখিয়া কলেজ”কে “ জাতীয়করণ করার জোর দাবী জানায় বক্তারা।
উখিয়া কলেজকে জাতীয় করণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রীর কাছে দাবী জানিয়ে বক্তরা আরো বলেন, এ কলেজটি কে জাতীয় করণ করা হলে দেশের সর্বশেষ দক্ষিণ অঞ্চলের শত শত গরীব মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি হবে। মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মো. আব্দুল হক, সহকারী অধ্যাপক যথাক্রমে আহমদ ফারুক, ফরিদুল আলম চৌধুরী, মোহাম্মদ আলী, সিরাজুল হক, সবুজ শাহরিয়ার, রফিকুল আলম চৌধুরী, প্রভাষক যথাক্রমে নবী হোসাইন, ছৈয়দ আকবর, শিল্পী পাল, শাহ আলম, আলমগীর মাহমুদ, কামরুন নাহার বেগম, ড. গিয়াস উদ্দিন, উত্তম কুমার ভৌমিক, মো. এনামুলক হক, অলক দাশ, তহিদুল আলম, মো. আব্দুল জলিল, মোহাম্মদ আবু তাহের, মো. নুরুল হক, রাজুয়ারা বেগম, খুরশেদ আলম, জালাল আহমদ, জয়ন্তী রাণী মজুমদার, মোহাম্মদ আমানত উল্লাহ, মৃদুল শর্মা, প্রদর্শক প্লাবণ বড়ুয়া, লাইব্রেরীয়ান সাহাব উদ্দিন, প্রধান সহকারী আবদুর রহিম, হিসাবরক্ষক জিয়াউল হক, আইটি কর্মকর্তা পলাশ বড়ুয়া, কর্মচারীদের মধ্যে শামশুল আলম, কবির আহমদ, নিলু বড়ুয়া, মনিন্দ্র বড়ুয়া, সাধন বড়ুয়া, সুভাষ বড়ুয়া, নুরুল ইসলাম, হাফেজ আলী আহমদ, ছৈয়দ হামজা সহ হাজার অধিক শিক্ষার্থী।
অধ্যাপক অজিত দাশ ও তহিদুল আলম সাংবাদিকদের জানান, উখিয়া কলেজকে জাতীয় করণে শিক্ষা মন্ত্রণালয় যে সব বিষয় চাওয়া হয়েছে সবই পরিপূর্ণ আছে উখিয়া কলেজে। তাই আমরা যৌত্তিক ভাবে সরকারের কাছে এ কলেজটি কে জাতীয় করণের দাবী জানাচ্ছি। শিক্ষার্থীরা জানান, সবুজ অরণ্য বেষ্টিত মনোরম পরিবেশে অবস্থিত এ কলেজটি উখিয়া-টেকনাফের একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। অবহেলিত
এদতঞ্চলের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ দেওয়ার জন্য এ কলেজকে সরকারী
ভাবে জাতীয় করণ করার জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নিকট দাবী জানান।