শনিবার ● ২৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » খেলা » ৮ম জাতীয় আরচ্যারী চ্যাম্পিয়নশীপস-২০১৬
৮ম জাতীয় আরচ্যারী চ্যাম্পিয়নশীপস-২০১৬
ক্রীড়া প্রতিবেদক :: বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং গ্রামীনফোন লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় আগামী ২৫ হতে ২৮ জুলাই-২০১৬ পর্যন্ত টঙ্গিস্থ আরচ্যারী প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে ‘গ্রামীণফোন ৮ম জাতীয় আরচ্যারী চ্যাম্পিয়নশীপস-২০১৬’ অনুষ্ঠিত হবে৷ চ্যাম্পিয়নশীপস-এ সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা, সার্ভিসেস, সংস্থা, প্রতিষ্ঠান ও ক্লাব থেকে ট্রেডিশনাল ডিভিশন, রিকার্ভ ডিভিশন ও কম্পাউন্ড ডিভিশনে পুরুষ ও মহিলা সেকশনে ব্যক্তিগত, দলগত ও মিশ্র দলগত ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ৫৪টি দলে ৩২৭ জন আরচ্যার অংশগ্রহণ করবে৷ চ্যাম্পিয়নশীপস উপলক্ষে ২৩ জুলাই শনিবার দুপুরে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ডাচ-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সংবাদ সম্মেলনে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সহ-সভাপতি মো. আনিসুর রহমান দিপু, সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, প্রতিযোগিতা ও মাঠ সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী, জাতীয় ক্রীড়া পরিষদের সভাপতি (ক্রীড়া প্রতিমন্ত্রী) এর সহকারী একান্ত সচিব ও আরচ্যারী ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক রশিদুজ্জামান সেরনিয়াবাত উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন৷