শনিবার ● ২৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বগুড়া’য় শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি’র চেক বিতরণ
বগুড়া’য় শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি’র চেক বিতরণ
আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি :: (৮ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৩৭মিঃ) ২৩ জুলাই শনিবার বগুড়ার গাবতলী ফোকাস সোসাইটির আয়োজনে ও পলস্নী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) অর্থায়নে শিক্ষা বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান ফোকাস সোসাইটির প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত হয়৷ ফোকাস সোসাইটির চেয়ারম্যান শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খোরশেদ আলম৷ বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক সহিদুল ইসলাম খাঁন৷ স্বাগত বক্তব্য রাখেন ফোকাস সোসাইটির নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম মিলন৷ ফোকাস সোসাইটির উপ-পরিচালক আব্দুল করিম আকন্দের পরিচালনায় আরও বক্তব্য রাখেন প্রভাষক রাজা, সোসাইটির ভাইস চেয়ারম্যান ফজলুল হক, উপ-সমন্বয়কারী মোমিনুল ইসলাম, সহকারী সমন্বয়কারী কাজী হাফিজুর রহমান, শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, সিনিয়র শাখা ম্যানেজার শামীম, আজিজুল ও শাজাহান প্রমূখ৷ শেষে প্রধান অতিথি ২৯জন শিক্ষার্থীদের মাঝে জনপ্রতি ১৮হাজার টাকা করে মোট ৫লাখ ২২হাজার টাকা চেক বিতরণ করেন৷