শনিবার ● ২৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ফিসারিজ পরিদর্শনে অতিরক্তি সচিব
বিশ্বনাথে ফিসারিজ পরিদর্শনে অতিরক্তি সচিব
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (৮ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.০৬মিঃ) বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের রামধানা গ্রামে ২৩ জুলাই শনিবার ‘আফিয়া খানম ফিসারিজ’ পরিদর্শন ও রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মঈন উদ্দিন পোনা অবমুক্তকালে তিনি বলেন, আফিয়া খানম ফিসারিজ এর পরিচালক রুবা খানম নিজের পরিশ্রমের মাধ্যমে একজন নারী হয়েও অনন্য উচ্চতার শিখরে পৌছেছেন৷ তার পাশাপাশি যেন উপজেলার অন্য নারীরাও মাছ চাষে আগ্রহী হন সে জন্য নারীদের উদ্বুদ্ধ করছে মত্স্য বিভাগ৷ মাছ চাষে রুবা খানম সিলেটসহ সারা দেশের জন্য মডেল৷ রুবা খানম শুধু নিজে সফল হননি, তার মাছ চাষ দেখে আশপাশের অনেক বেকার যুবকরাও মাছ চাষে উদ্যোগী হয়ে উঠেছেন৷ সিলেট অঞ্চলের পতিত জমি, ডোবা-নালার জন্য রুবা খানম যেন এক অনন্য উদাহারণ৷
বালাগঞ্জ উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক বলেন, মত্স্য অফিস ও জাতীয় পুরষ্কারপ্রাপ্ত কৃষক বেলাল আহমদ ইমরানের অনুপ্রেরণায় ২০১৩ সালে ১৫ শতকের একটি পুকুরে মাছ চাষ শুরু করলে ও বর্তমানে রুবা খানমের ৩টি পুকুর যার মোট আয়তন ৩ একর৷ নিজের পরিশ্রম ও মেধা দিয়ে মাছ চাষ করে তিনি আজ একজন সফল নারী মত্স্য উদ্যোক্তা৷ তিনি আরও বলেন, নারীরা ঘরে অলস সময় কাটানোর চেয়ে নিজেরা স্বাবলম্বী হয়ে দেশ ও দেশের বাইরে নিজের পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করতে পারেন ৷
পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বশির আহমদ, বিশ্বনাথ উপজেলা মত্স্য কর্মকর্তা সফিকুল ইসলাম, জাতীয় পুরষ্কারপ্রাপ্ত কৃষক বেলাল আহমদ ইমরান, আফিয়া খানম, ফিরোজ খান, রুবা খানম ও মনির উদ্দিন প্রমূখ৷