শনিবার ● ২৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় গুরুতর আহত মতিনের চিকিত্সার খরচে সর্বস্তরের মানুষের অংশগ্রহন
মাটিরাঙ্গায় গুরুতর আহত মতিনের চিকিত্সার খরচে সর্বস্তরের মানুষের অংশগ্রহন
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (৮ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.২২মিঃ) পার্বত্য খাগড়াছড়ি মাটিরাঙ্গার সর্বস্তরের মানুষ,সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত মাটিরাঙ্গা উপজেলা বাঙ্গালী ছাত্র পরিষদ নেতা মো. মতিন’এর চিকিত্সায় খরচের অর্থনৈতিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন৷ মানবিক দিক বিবেচনার পর মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বাঙ্গালী ছাত্র পরিষদ নেতৃবৃন্দের উদ্দ্যেগে নেয়া হয়,মতিনের জন্য অর্থনৈতিক সাহায্য সংগ্রহের কার্যক্রম৷
২৩ জুলাই শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত মাটিরাঙ্গা বাজারের প্রতিটি দোকান, সাধারণ মানুষ ও আগ্রহী ব্যক্তিদের নিকট থেকে সংগ্রহ করা হয় প্রায় ৩২ হাজার টাকা৷ এ ছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুৃক জনৈক ব্যক্তি সাহায্য হিসেবে আরও ৪ হাজার টাকা প্রদান করেন৷ বিকাল ৫টার দিকে কেন্দ্রীয় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ সভাপতি ও খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর মো. আব্দুল মজিদ, খাগড়াছড়ি জেলা পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ সাধারণ সম্পাদক মো. আসাদ উল্লাহসহ মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বাঙ্গালী ছাত্র পরিষদের সমন্বিত একটি প্রতিনিধি দল আহত মতিনের বাড়ীতে যান তার পরিবারের হাতে সংগ্রহকৃত টাকা হস্তান্তর করতে ৷ সেখানে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর ও গ্রামের মুরববীদের উপস্থিতিতে মতিনের মা ফাতেমা বেগমের হাতে ৩৫ হাজার টাকা নগদে হন্তান্তর করা হয়৷ এই প্রতিবেদকের সাথে আলাপ কালে বাঙ্গালী ছাত্র পরিষদের নির্ভরযোগ্য সুত্র জানায়, ১ম পর্যায়ে ৩২ হাজার টাকা যোগান দিয়েছি মাত্র, আমরা পরিস্থিতি বুঝে পর্যায় ক্রমে আরও টাকার যোগান দিব৷ এ সময় সুত্রটি চিকিত্সার সকল খরচের ব্যয়ভার সংগঠনের পক্ষ থেকে বহন করার প্রত্যয় ব্যক্ত করেন৷
এ সময় মাটিরাঙ্গা উপজেলা বাঙ্গালী ছাত্র পরিষদ সভাপতি রবিউল ইসলাম, সহ-সভাপতি আব্দুর রহিম, সিনিয়র সহ-সভাপতি মো. লিটন, যুগ্ন সাধারন সম্পাদক মো. সোহেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান হৃদয়, পৌর শাখার আহবায়ক মো. জালাল আহম্মদ,যুগ্ন-আহবায়ক মো. শাহ আলম, সদস্য মো. শহিদুল ইসলাম, নওশাদ ও মো. হারুন প্রমুখ উপস্থিত ছিলেন৷
প্রসঙ্গত,গত ২১ জুলাই বৃহস্পতিবার মাটিরাঙ্গা তবলছড়ি মাদ্রাসার অদুরে জীপ ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরতর আহত হয়ে বর্তমানে সে চট্রগ্রামের ট্রিটমেন্ট ক্লিনিকে চিকিত্সাধীন অবস্থায় রয়েছে ৷