শনিবার ● ২৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গার ৭ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের শপথ গ্রহণ
মাটিরাঙ্গার ৭ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের শপথ গ্রহণ
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (৮ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.৪২মিঃ) ব্যাপক উত্সাহ উদ্দীপনার মধ্যদিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় সাতটি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে৷ ২৩ জুলাই শনিবার দুপুর দুইটার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়৷
খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান৷
তাইন্দং ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, তবলছড়ি ইউনিয়নের মো. আবদুল কাদের, বড়নাল ইউনিয়নের মো. আলী আকবর, আমতলী ইউনিয়নের মো. আবদুল গনি, গোমতি ইউনিয়নের মো. ফারুক হোসেন লিটন, বেলছড়ি ইউনিয়নের মো. নজরুল ইসলাম ও মাটিরাঙ্গা সদর ইউনিয়নের হিরনজয় ত্রিপুরা শপথ গ্রহণ করেন৷
মাটিরাঙ্গা ইউএনও বি এম মশিউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী বিপিএম-সেবা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম কাওছার হোসেন, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. তাজুল ইসলাম ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷
এর পরপরই মাটিরাঙ্গা ইউএনও বিএম মশিউর রহমান উপজেলার সাত ইউনিয়নের ৮৪ জন ইউপি সদস্যকে শপথ বাক্য পাঠ করান৷ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী কশিনার (ভুমি) মো. রায়হানুল হারুন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনা বেগম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. সাহাদাত হোসেন টিটো, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. খায়রুল আলম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা ও মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মো. আলাউদ্দিন লিটন ও সদর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন৷