রবিবার ● ২৪ জুলাই ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বিদ্যুত্স্পৃষ্টে বাবা ছেলেসহ ৩জন নিহত
গাজীপুরে বিদ্যুত্স্পৃষ্টে বাবা ছেলেসহ ৩জন নিহত
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৯শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৮মিঃ) গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে বাবা ও ছেলে নিহত হয়েছে৷
২৪ জুলাই রবিবার বেলা ১টা ৩০ মিনিটে শ্রীপুর উপজেলার গাজীপুর গ্রামে গাজীপুর আইডিয়াল কিন্ডার গার্টেন বিদ্যালয়ে এ দুর্ঘটনার ঘটনা ঘটে৷
নিহতরা হলেন গাজীপুর গ্রামের হেকমত আলীর ছেলে সোহেল (৩৮), সোহেল মিয়ার ছেলে মারুফ (৯)৷
আইডিয়াল কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক কামরুজ্জামান জানান, বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলার সময় বল গিয়ে বিদ্যালয়ের টিনে আটকে গেলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সোহেল মিয়া তা আনতে গিয়ে বিদ্যুত্ স্পৃষ্ট হয়৷ সংবাদ শুনে তার পিতা সোহেল মিয়া ছেলেকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুতের তারে জড়িয়ে যায়৷ এ ঘটনায় উভয়ই ঘটনাস্থলে মারা যায়৷
স্থানীয় অভিভাবক আকরাম হোসেন জানান, বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় স্কুলছাত্র মারম্নফ বিদ্যুত্ স্পৃষ্ট হয়ে প্রাণ হারান৷ দীর্ঘদিন যাবত স্থানীয় সাইফুল মিয়ার রাইচ মিল থেকে ঝুকিপূর্ণ ভাবে বিদ্যুত্ সংযোগ ছিল বিদ্যালয়টিতে৷
শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, সংবাদ শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে৷
অপরদিকে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর রঙ্গার টেক এলাকায় বিদ্যুত্ স্পৃষ্ট হয়ে ২৩ জুলাই শনিবার দুপুরে শ্রীমতী কানন বালা (৫০) নামের এক নারী নিহত হয়েছে৷
নিহত ওই নারী কুড়িগ্রাম সদর উপজেলার বেলাগাছা এলাকার বিনয় চন্দ্র রায়ের স্ত্রী এবং উপজেলার রঙ্গার টেক এলাকায় শানত্মি গোপাল সাহার বাড়িতে স্বামীসহ বসবাস করে স্থানীয় করতোয়া কারখানায় চাকুরী করতো৷
নিহতের পরিবারের বরাত দিয়ে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মজিদ বকুল জানান, শনিবার দুপুরে ওই নারী নিজ কক্ষে ফ্যানের সুইচে চাঁপ দেয়ার সাথে সাথে তাতে শর্টসার্কিট হয়৷ এতে সে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান৷
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে৷ পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান তিনি৷