সোমবার ● ২৫ জুলাই ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে জাতীয় মত্স্য সপ্তাহ সমাপনী ও বৃক্ষ মেলা
কাউখালীতে জাতীয় মত্স্য সপ্তাহ সমাপনী ও বৃক্ষ মেলা
কাউখালী প্রতিনিধি :: (১০ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৫৫মিঃ) অর্থ পুষ্ঠি স্বাস্থ্য চান দেশী ফল বেশী খান, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলা পরিষদ ও কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ফলদ বৃক্ষ মেলা-২০১৬ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও জাতীয় মত্স্য সপ্তাহ সমাপনী অনুষ্ঠান একই সাথে ২৫ জুলাই সোমবার সকাল ১০ টায় কাউখালী উপজেলা সদরস্থ অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়৷
ফলদ বৃক্ষ মেলা উপলক্ষে উপজেলা পরিষদ ও কৃষি সম্প্রসা্রন অধিদপ্তর আয়োজিত এক র্যালী উপজেলার গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে ৷ পরে কাউখালী উপজেলা অফিসার্স ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়৷ আলোচনা সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতার৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী (চৌচা মং)৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান এ্যানি চাকমা (কৃপা), উপজেলা মত্স্য অফিসার এস এম শাহ্জাহান সিরাজ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ মঈনুল ইসলাম, আ’লীগ উপজেলা শাখার যুগ্মসাধারন সম্পাদক মোঃ বেলাল উদ্দিন ও উপজেলা পরিষদ মহিলা (সংরক্ষিত) সদস্য নিংবাইউ মারমা ৷
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার (ভাঃ) বিধুরঞ্জন চাকমা, সাংবাদিক মোঃ ওমর ফারুক, মোঃ ওয়ালী উল্লাহ মিয়া, উপজেলা সহকারী মত্স্য সম্প্রসারন অফিসার মৃনাল কান্তি চাকমা, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারন অফিসার মোঃ গোলাম মাওলা প্রমুখ ৷ ফলদ বৃক্ষ মেলার আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কাজী শফিকুল ইসলাম৷ আলোচনা সভা শেষে কৃষি সম্প্রসারন বিভাগের পক্ষ হতে র্যালীতে অংশ গ্রহনকারী সকলকে একটি করে ফলদ চারা প্রদান করা হয়৷ একই সংগে কাউখালী উপজেলা মত্স্য বিভাগের উদ্যোগে জাতীয় মত্স্য সপ্তাহ-২০১৬ (১৯-২৫ জুলাই) মুল্যায়ন,পুরস্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে ৩ জনকে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়৷ পুরস্কার প্রাপ্তরা হলেন শ্রেষ্ঠ মত্স্য চাষী মনি শংকর চাকমা,. শ্রেষ্ঠ পোনা চাষী জহিরুল ইসলাম ও শ্রেষ্ঠ মত্স্য চাষী সুইচিং মারমা৷