সোমবার ● ২৫ জুলাই ২০১৬
প্রথম পাতা » খেলা » জাতীয় আরচ্যারী চ্যাম্পিয়নশীপ এর উদ্বোধন
জাতীয় আরচ্যারী চ্যাম্পিয়নশীপ এর উদ্বোধন
ক্রীড়া প্রতিবেদক :: (১০ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২০ মিঃ) বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং গ্রামীনফোন লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় ২৫ জুলাই সোমবার হতে শুরু হয়েছে গ্রামীণফোন ৮ম জাতীয় আরচ্যারী চ্যাম্পিয়নশীস-২০১৬৷ ট্রেডিশনাল (ব্যাম্বো) ডিভিশন দিয়ে টঙ্গিস্থ আরচ্যারী প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে গ্রামীণফোন ৮ম জাতীয় চ্যাম্পিয়নশীপস-২০১৬ এর উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া মন্ত্রণায় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো: জাহিদ আহসান রাসেল, এম.পি৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সভাপতি লে; জেনারেল মো: মইনুল ইসলাম, ওএসপি, বিজিবিএম, এডব্লিউসি, পিএসসি, ফেডারেশনের সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, প্রতিযোগিতা ও মাঠ সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী রশিদুজ্জামান সেরনিয়াবাত, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, ভারতীয় অর্জুন খেতাব প্রাপ্ত বিশ্বনন্দিত আরচ্যার দোলা ব্যানার্জী, দলীয় কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ ৷
উদ্বোধনী দিনের খেলা শেষে ট্রেডিশনাল ডিভিশনে পুরুষ বিভাগে ব্যক্তিগতভাবে বাংলাদেশ আনসারের মো: বেল্লাল ও ঢাকা আর্মি আরচ্যারী ক্লাবের মো: দেলোয়ার হোসেন’ এবং মহিলা বিভাগে ব্যক্তিগতভাবে ভিডিপি’র শাম্মি আক্তার ও ঢাকা আর্মি আরচ্যারী ক্লাবের কাজল গোল্ড মেডেল ম্যাচ খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে৷ এছাড়া পুরুষ ব্যক্তিগতভাবে বাংলাদেশ আনসারের সাইদুল ও কোয়ান্টামম স্পোর্টিয়াম এর আল-আমিন এবং মহিলা বাংলাদেশ আনসারের চাদনী ও ঢাকা আর্মি আরচ্যারী ক্লাবের খাদিজা খাতুন ব্রোঞ্জ মেডেল ম্যাচ খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে৷ আগামীকাল ব্যক্তিগত মেডেল ম্যাচ ও দলগত এবং মিশ্র দলগত সকল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে৷ ট্রেডিশনাল ডিভিশনের প্রতিযোগিতা শেষে আগামীকাল ২৬ জুলাই-২০১৬ বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে৷ আগামী ২৭ হতে ২৮ জুলাই-২০১৬ পর্যন্ত প্রতিযোগিতার রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনের প্রতিযোগিতাসমূহ অনুষ্ঠিত হবে৷