মঙ্গলবার ● ২৬ জুলাই ২০১৬
প্রথম পাতা » খেলা » বিকেএসপি’তে ক্রীড়াবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের উদ্বোধন
বিকেএসপি’তে ক্রীড়াবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের উদ্বোধন
ক্রীড়াবিজ্ঞানকে বলা হয় প্রশিক্ষণের বিজ্ঞান ভিত্তিক চর্চা৷ অর্থাত্ একজন ক্রীড়াবিদের শারীরিক, মানসিক ও কৌশলগত বিষয়ের উন্নয়ন করাতে হলে অবশ্যই এ ডিপ্লোমা কোর্সটির প্রয়োজনীয়তা রয়েছে৷ তাছাড়া বর্তমানে উন্নত দেশ গুলো খেলাধুলার সাথে বিজ্ঞানের সমন্বয় ঘটিয়ে ব্যাপক উন্নতি সাধন করছে ৷ সে লক্ষ্যে ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়ার মান উন্নয়নের নিমিত্তে বিকেএসপিতে দেশের একমাত্র ক্রীড়া বিজ্ঞান বিভাগের উদ্বোধন করে দেশের ক্রীড়াঙ্গনের নবযুগের সূচনা করেন৷
২৬ জুলাই সকালে বিকেএসপি’তে ক্রীড়াবিজ্ঞান বিভাগের অধীন ১৪ তম ব্যাচের স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের উদ্বোধন ও ক্রীড়া বিজ্ঞান গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সামছুর রহমান, বিজিবিএম, পিবিজিএম,এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি ৷ এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ( প্রশাসন ও অর্থ ) জনাব এ, বি, এম রুহুল আজাদ, পরিচালক ( ক্রীড়াবিজ্ঞান ) জনাব মোঃ মোশারফ হোসেন মোলস্না, কলেজের উপাধ্যক্ষ আইনুন নাহার ও কর্মকর্তাগণ ৷ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপ-পরিচালক (ক্রীড়া বিজ্ঞান) নুসরাত্ শারমীন ৷ ক্রীড়া বিজ্ঞানের চারটি বিষয় যেমন; এক্সারসাইজ ফিজিওলজি, স্পোর্টস সাইকোলজি, স্পোর্টস বায়োমেকানিকস ও সাইন্স অব স্পোর্টস ট্রেনিং এর ওপর ডিপ্লোমা প্রদান করা হয়৷ এবারের ক্রীড়া বিজ্ঞান স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সে ২৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন ৷
২০০১ সলে সার্টিফিকেট কোর্সের মাধ্যমে ক্রীড়া বিজ্ঞানের একাডেমিক কার্যক্রম শুরু হয় ৷ পরবর্তীতে ২০০২ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন এক বছর মেয়াদী এ স্নাতকোত্তর ডিপেস্নামা কোর্সটি শুরু হয়৷ এ পর্যন্ত মোট ১৯১ জন শিক্ষার্থী এ কোর্সটি সম্পন্ন করেছেন৷ এ কোর্স সম্পন্ন করে অনেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশন, আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ড, বিভিন্ন মেডিকেল কলেজ, দেশের বাইরে বিভিন্ন বিশ্ব বিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ, এনজিও ও কাউন্সিলিং সেন্টারে কর্মরত আছেন৷ এছাড়াও ক্রীড়া বিজ্ঞান বিভাগ বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডো ট্রেনিং এর সিলেকশনে শারীরিক ও মানসিক দক্ষতার পরিমাপ করে থাকে৷