মঙ্গলবার ● ২৬ জুলাই ২০১৬
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়া কলেজে “সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদের” বিরুদ্ধে র্যালী ও সমাবেশ
উখিয়া কলেজে “সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদের” বিরুদ্ধে র্যালী ও সমাবেশ
পলাশ বড়ুয়া, উখিয়া :: (১১শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৭মিঃ) দক্ষিণ কক্সবাজার সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান উখিয়া কলেজ এর সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশের বিরাজমান পরিস্থিতিতে সকলের শান্তি, সম্প্রীতি ও সুস্থ জীবন ধারার পক্ষে এবং সর্বপ্রকার সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে র্যালী ও সমাবেশ করা হয়েছে৷
২৬ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় অধ্যক্ষ ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালী পরবর্তী শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈন উদ্দিন৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান৷
সমাবেশে পবিত্র কোরআন এর আলোকে ইসলামের তাত্পর্য ব্যাখ্যা করেন উখিয়া কলেজ ক্যাম্পাস জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ নজির আহমদ৷ তিনি বলেন, ইসলামের কোথাও জঙ্গীবাদের স্থান নেই৷ ইসলাম জঙ্গীবাদীদের সমর্থন করেনা৷ মানুষ হত্যা ইসলামে নিষিদ্ধ৷ শানত্মির ধর্ম ইসলামকে কলুষিত করতে যারা ইসলামের অপব্যাখা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে৷
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ উখিয়া উপজেলা শাখার সভাপতি অধ্যৰ হামিদুল হক চৌধুরী বলেন, দেশের সার্বিক উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে শিক্ষাঙ্গন ও শিক্ষার্থীদের মাঝে পরিকল্পিতভাবে সন্ত্রাস ও জঙ্গীবাদ ঢুকিয়ে দেয়া হচ্ছে৷ একই সাথে মাল্টিমিডিয়া মোবাইল ব্যবহারের মাধ্যমে তথ্য সন্ত্রাসী করছে কিছু শিক্ষার্থীরাও৷ তাই শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরা এগিয়ে না এলে এ সংকট থেকে উত্তরণ সম্ভব নয়৷ কোমলমতি শিক্ষার্থীদেরও চিন্তা করতে হবে, কত কষ্ট করে বাবা-মা পড়ালেখার খরচের যোগান দিচ্ছে৷ সন্তানরা ঠিক সময়ে শিক্ষাঙ্গনে যাচ্ছে কিনা, ঠিক সময়ে ফিরছে কিনা তা অবশ্যই তদারকি করতে হবে৷
বিশেষ অতিথির বক্তব্য রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, সম্প্রতি ঘটে যাওয়া হোলি আর্টিজান ও সোলাকিয়া হামলার পরবর্তী ডিজিটাল পদ্ধতিতে অপরাধীদের চিহ্নিত করা এবং আইনের আওতায় আনা সহজ মাধ্যম হিসেবে সিসি টিভি ক্যামেরার ভুমিকা অনস্বীকার্য৷ তাই অতি শীঘ্রই উখিয়া উপজেলার ব্যসত্মতম ও গুরুত্বপূর্ণ স্থানে সিসি টিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উখিয়া কলেজ গভর্ণিং বডির সদস্য এড. আবদুর রহিম, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসাইন মিথুন, উখিয়া কলেজ ছাত্র সাইদুল আমিন টিপু৷
উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিৰা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিঞা, উপজেলা সমবায় কর্মকর্তা কবির আহমদ, উপজেলা যুব উন্নয়ন উন্নয়ন কর্মকর্তা মো: সাজ্জাদুল হক, প্রকল্প কর্মকর্তা আবদুল করিম, উপাধ্যৰ আবদুল হক, সহকারী অধ্যাপক অজিত কুমার দাশ, মোহাম্মদ আলী, প্রভাষকম-লী শাহ আলম, তহিদুল আলম, আলমগীর মাহমুদ, ড. গিয়াস উদ্দিন, জালাল আহমদ, আমানত উলস্নাহ, মৃদুল শর্মা, প্রদর্শক প্লাবন বড়ুয়া, গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন৷ সভা সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ফরিদুল আলম চৌধুরী৷