মঙ্গলবার ● ২৬ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে কারখানাকে ২০ লাখ টাকা জরিমানা
গাজীপুরে কারখানাকে ২০ লাখ টাকা জরিমানা
গাজীপুর জেলা প্রতিনিধি :: পরিবেশ দূষণের দায়ে গাজীপুরের ৫ কারখানকে ১৯ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর৷
পরিবেশ অধিদফতরের পরিচালক (মনিটরিং অ্যন্ড এনফোর্সমেন্ট) ডঃ মুঃ আনোয়ার হোসেন হাওলাদার ২৫ জুলাই সোমবার এ জরিমানা করেন৷
পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মোজাহিদুর রমান জানান, ত্রুটিপূর্ণ ইটিপির মাধ্যমে কারখানা পরিচালনা করে তরল বর্জ্য সরাসরি জলাশয় ও উন্মুক্ত স্থানে ফেলে পরিবেশ ও প্রতিবেশির ক্ষতি করায় গাজীপুরের ডোরিন ওয়াশিং পস্নান্টকে ১৪ লাখ ৫৪ হাজার, নিউ মেঘনা টেঙ্টাইলকে ৮ লাখ ৮৪ হাজার, মেঘনা এলয়টেককে ২ লাখ ৪১ হাজার, রিম ডাইংকে ২ লাখ ২৫ হাজার ও মাসকো পিকাসোকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়৷
এছাড়া গাজীপুর মহানগরীর ভোগড়াবাসনে বেলমন্ড ফেব্রিঙ্ লিমিটেড নামক এক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত৷
সোমবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফিরোজ আহমেদ এ জরিমানা করেন৷
র্যাব-১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে বেলমন্ড ফেব্রিক্স লিমিটেডে অভিযান চালায় র্যাব৷ পরে বিএসটিআই ছাড়পত্রবিহীন ও মানচিহ্ন ব্যবহার ব্যতিত পলিস্টার ব্যান্ডিং, শুটিং এবং পলিস্টার, কটন শাটিং বিক্রয় ও বিতরণ করার অপরাধে ওই প্রতিষ্ঠানের মালিককে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়৷ এ সময় ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করে৷
বিএসটিআইয়ের পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন৷