বুধবার ● ২৭ জুলাই ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » তারেক রহমানের সাজার প্রতিবাদে বিশ্বনাথে বিএনপির মিছিল
তারেক রহমানের সাজার প্রতিবাদে বিশ্বনাথে বিএনপির মিছিল
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (১২ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৪মিঃ) বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে বিশ্বনাথে ২৭ জুলাই বুধবার বেলা আড়াইটায় বিক্ষোভ মিছিল-সভা করেছে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠন৷
মিছিল উপজেলা সদরের বাসিয়া সেতুর ওপর থেকে বের হয়ে প্রধান সড়কগুলো প্রদিৰণ শেষে দলীয় আলীয়া মাদ্রাসার সামনে গিয়ে পথসভায় মিলিত হয়৷
উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী৷
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম কছির, যুগ্ম-সম্পাদক আবদুল হাই, মুক্তিযোদ্ধাদলের সদস্য সচিব কলমদর আলী, প্রবাসী বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজ, জসিম উদ্দিন জুনেদ, খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, বিএনপি নেতা আশিক আলী, হাফিজ আরব খান, আবদুল কুদ্দুছ, চেরাগ আলী, সুমন মিয়া, মাসুম আহমদ মারম্নফ, আসাদুজ্জামান নূর আসাদ, আকবর আলী, জালাল উদ্দিন, আলা উদ্দিন, রইছ আলী, সেবুল মিয়া,গিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শামীমুর রহমান রাসেল, কাওছার আহমদ তুলাই,আবদুল লতিফ, গবিন্দমালাকার, যুবদল নেতা আশক আলী, রানা মিয়া, আবু সুফিয়ান, আবদুর রব সরকার,সাহেল আহমদ, মঈনুল, শাহজাজান, ছাদিক,কবির মিয়া, গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, জেলা ছাত্রদল নেতা শামছুল ইসলাম,দেওকলস ইউপি চেয়ারম্যান প্রাথর্ী ও ছাত্রদল নেতা আলাল আহমদ, শেখ ফরিদ, আবদুল বাছিত, লিটন সিকদার, শিবি্বর মিয়া,ছাত্রদল নেতা জাকির মিয়া,সুমন মিয়া, দিলোয়ার,দুলাল,মুমিন, আবদুর রহমান, জাহেদ, রায়হান প্রমুখ৷
বক্তারা বলেন,শহীদ জিয়া পরিবার অবৈধ বাকশালী সরকারের অপরাজনীতির শিকার৷ তারেম্নন্যের অহংকার তারেক রহমান ভবিষ্যত বাংলাদেশের রাষ্ট্রনায়ক৷ মিথ্যা মামলায় সাজা দিয়ে তারেক রহমানকে রাজনীতি থেকে বাইরে রাখার যে কোন ষড়যন্ত্র বিশ্বনাথ বিএনপি ও সহযোগি সংগঠন প্রতিহত করবে৷ নিম্ন আদালত থেকে বেকসুর খালাসপ্রাপ্ত মামলায় হাইকোর্টের সাজা সরকারের রাজনৈতিক প্রতিহিংসারই বহিঃপ্রকাশ৷ অবিলম্বে এই ষড়যন্ত্রমুলক রায় বাতিল না করলে বিএনপি এদেশের আপামর ছাত্রজনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে৷
তারা বলেন, দীর্ঘদিন ধরে সিলেটের প্রিয় নেতা এম ইলিয়াস আলী নিখোঁজ রয়েছেন৷ সরকার আজো তার সন্ধান দিতে পারেনি৷ অবিলম্ভে জনতার ইলিয়াসকে জনতার মাঝে ফিরে দেয়ার জোর দাবি জানান৷