বুধবার ● ২৭ জুলাই ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আলীকদমে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (১২ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.১০মিঃ) বান্দরবানের আলীকদমে মহা ধুমধামের মধ্যদিয়ে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী৷ ২৭ জুলাই বুধবার বিকাল ৪টায় বাংলাদেশ আওয়ামীলীগের আলীকদম উপজেলা শাখার দলীয় কার্যালয়ে কেক কেটে এঅনুষ্ঠানের উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ১নং আলীকদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন৷ এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোগ্য মার্মা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ধুংড়ি মং মার্মা, যুগ্ম সাধারণ সম্পাদক কামরম্নল হাসান টিপু, সংগঠনিক সম্পাদক সমরঞ্জন বড়ুয়া, উপজেলা যুবলীগের সভাপতি এম কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আব্দুল মুবিন, যুগ্ম আহবায়ক জমির উদ্দিন প্রমূখ৷ পরে প্রতিষ্ঠা বার্ষিকি উপলৰে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শুভরঞ্জন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ১নং আলীকদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ধুংড়ি মং মার্মা, যুগ্ম সাধারণ সম্পাদক কামরম্নল হাসান টিপু, সংগঠনিক সম্পাদক সমরঞ্জন বড়ুয়া, উপজেলা যুবলীগের সভাপতি এম কফিল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার জিহাদ চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি উইলিয়াম মার্মা, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আব্দুল মুবিন, যুগ্ম আহবায়ক জমির উদ্দিন ও চৈক্ষ্যং ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সজীব কামাল৷
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক এস এম মিজান সর্দার এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরম্নদ্ধে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সর্বদা সজাগ দৃষ্টি রাখার আহবান জানান৷ বক্তারা বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাসত্মবায়নে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ একাগ্রতা ও বিশ্বস্থতার সহিত কাজ করে যাচ্ছে৷ জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন ও ইউপি নির্বাচনে আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবকলীগ কার্যক্রম প্রশংসার দাবিদার ৷ বক্তারা জঙ্গীবাধ নির্মূলসহ প্রতিটি আন্দোলন সংগ্রাম অগ্রনী ভুমিকা রেখে রাজপথের অতন্ত্র প্রহরীর ভুমিকা পালন করার আহবান জানান৷