বুধবার ● ২৭ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ভাঙ্গুড়ায় পাচারকৃত ২ ট্রাক গম উদ্ধার: ১ কর্মকর্তা আটক
ভাঙ্গুড়ায় পাচারকৃত ২ ট্রাক গম উদ্ধার: ১ কর্মকর্তা আটক
ভাঙ্গুড়া(পাবনা) প্রতিনিধি :: পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরকারি খাদ্য গুদাম থেকে পাচার করা ৩শ বস্তা গম উদ্ধার করা হয়েছে৷ এসব খাদ্য জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে৷ খাদ্য পাচারের অভিযোগে পুলিশ ২৬ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় গুদাম কর্মকর্তা পরিতোষ কুমারকে আটক করেছে৷ এদিকে পাবনা সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সামাদকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত টীম ২৭ জুলাই বুধবার গুদামের স্টক চেক করে ব্যাপক গড়মিল পেয়েছেন৷ আব্দুস সামাদ জানান স্টক অনুযায়ী গুদামে খাদ্য ঘাটতি রয়েছে আবার কয়েকশ বস্তা অখাদ্য চাউল রয়েছে যা সরকারী ভাবে ক্রয় করা হয়নি৷
পুলিশ ও স্থানীয় অধিবাসীরা জানান, গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিতোষ কুমার কতিপয় অসাধু ব্যক্তির সহায়তায় প্রায়ই রাতে উত্কৃষ্ট মানের চাউল বের করে দিয়ে নিম্নমানের চাউল গুদামে পুনঃ লোড করেন৷ গত মঙ্গলবার দুপুরে ৩শ বস্তা গম গুদাম থেকে পাচার করা হয়৷ দুটি মিনি ট্রাকে লোড নিয়ে পাশ্ববর্তী ফরিদপুর থানায় বিক্রির উদ্দেশ্যে এই গম নিয়ে যাওয়া হচ্ছিল৷ গোপন সূত্রে খবর পেয়ে এগুলো আটক করা হয়৷ ইউএনও মোঃ শামছুল আলম খবর পেয়ে দ্রুত গুদামে ছুটে যান এবং খাদ্য পাচারের সত্যতা পান৷ তিনি গুদাম কর্মকর্তার বিরুদ্ধে আইগত ব্যবস্থা নিতে ভাঙ্গুড়া থানার ওসিকে নির্দেশ দেন৷
জানাগেছে গত সোমবার রাতের আঁধারে জনৈক অসাধু ব্যবসায়ীর এক ট্রাক অখাদ্য চাউল নিয়ে গুদাম থেকে উত্কৃষ্ট মানের সমপরিমান চাউল সরবরাহ করা হয়৷ কৃষকরা জানান কালোবাজারীদের নিয়ে গুদাম কর্মকর্তা সেন্ডিকেট তৈরী করেছেন৷ তাই সেন্ডিকেটের সদস্য ব্যতীত এবছর গুদামে কেউ ধান দিতে পারেনি৷ চলতি ক্রয় মৌসুমে ভাঙ্গুড়া খাদ্য গুদামকে ঘিরে পরিতোষ কুমার ও তার সেন্ডিকেট কোটি টাকার বাণিজ্য করেছে৷ পাবনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মাঈন উদ্দিন বুধবার বিকালে গুদাম পরিদর্শন করে জানান পরিতোষ কুমারের বিরুদ্ধে অভিযোগের অনেকটা সত্যতা পাওয়া গেছে৷ আরো তদনত্মের জন্য কয়েকটি গুদাস সীল করা হয়েছে ৷ তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনেও মামলা রুজুর প্রস্তুতি চলছে বলে ঐ জেলা কর্মকর্তা জানিয়েছেন৷৷