বুধবার ● ২৭ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বাল্যবিয়ের আয়োজন করায় জরিমানা
বাল্যবিয়ের আয়োজন করায় জরিমানা
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী গ্রামে ইতি আক্তার (১৪) নামে এক কিশোরীর বাল্যবিবাহের আয়োজন করায় কনের মা রেহানা বেগমকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত৷
২৭ জুলাই বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মনিরুজ্জামান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন৷
কনে উপজেলার জামালপুর আরএম বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে৷
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার জানান, উপজেলার বাহাদুরসাদী গ্রামের কবির হোসেনের মেয়ে ইতি আক্তারের বাল্যবিবাহের আয়োজন চলছিল৷ এমন সংবাদের ভিত্তিতে সেখানে থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়৷ টের পেয়ে বরযাত্রী ও মেয়ের বাবা পালিয়ে যায়৷
এ সময় কনেসহ তার মা রেহানা বেগমকে ইউএনও অফিসে নিয়ে আসা হয়৷ পরে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মনিরুজ্জামান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ১৯২৯ ধারা (৫) এ রেহানা বেগমকে এক হাজার টাকা জরিমানা করেন৷ একই সঙ্গে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবে না বলে কনের মা মুচলেকা দেন৷