বৃহস্পতিবার ● ২৮ জুলাই ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » সোনার বাংলায় জঙ্গী হামলা করে যারা, দেশ ও দশের শত্রু তারা: উপাধক্ষ্য সরওয়ার কামাল
সোনার বাংলায় জঙ্গী হামলা করে যারা, দেশ ও দশের শত্রু তারা: উপাধক্ষ্য সরওয়ার কামাল
রাউজান প্রতিনিধি :: (১৩ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৩.১০মিঃ) দেশকে ভালোবাসুন, জঙ্গিবাদ প্রতিরোধ করুন, স্লোগানে চট্টগ্রাম রাউজানে ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ এর হাজারো শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহনে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী র্যালি সমাবেশ ২৮ জুলাই বৃস্হপতিবার সকালে অনুষ্ঠিত হয়। উপাধ্যক্ষ সরওয়ার কামাল চৌধুরী নেতৃত্বে অনুষ্ঠিত র্যালিটি বলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও গুরুত্বপুর্ণ স্থান প্রদক্ষিণ শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এময় বক্তারা বলেন ছাত্রছাত্রী ও সমাজের প্রতিটি মানুষ যাতে বিপথগামী না হয় সেজন্য সকলকে সজাগ থাকতে হবে।শুধু কলেজ বিশ্ববিদ্যালয় সচেতনতা সৃষ্টি করলে হবেনা সমাজের প্রতিটি স্থানে পাড়া মহল্লায় এই জঙ্গী ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রত্যেক মানুষকে সচেতন হতে হবে।
ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বিহঙ্গ সংগঠনের সভাপতি সাংবাদিক আমির হামজা’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক শাহাব উদ্দীন, অধ্যাপক আবদুস সালাম, আহসানুল করিম সিদ্দিকী, তৌহিদুল আনোয়ার, আবদুল জব্বার চৌধুরী, সুমিতা ঘোষ, স্বাপ্না বড়ুয়া, মমতাজ আহমেদ, জামিল হোসেন, আজিজুল, লুৎফর রহমান, আবুল কালাম।ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভি,পি ও রাউজান উপজেলা আওয়ামীলিগের প্রচার সম্পাদক দোস্ত মোহাম্মদ খান, পাহাড়তলী ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মোঃ নবী, সহ-সভাপতি আজিম, কলেজ ছাত্রলীগ এর সভাপতি মো সালাউদ্দীন, সহ-সভাপতি নওশাদ, টিপু দাশ, সাহাবউদ্দীন, রুবেল তালুকদার, প্রসেনজিৎ, মামুন, মিঠু, সনেট, মনির, সুজন, টিপু, জাকির, আরিয়ান,ইমন, জুয়েল ও জয়রাজ প্রমূখ।
পরিচালনায় ও সঞ্চালনায় ।
জঙ্গিবাদের সমস্যা দূর করতে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে। বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণতা বিশ্বাস করেন, তবে যে কোন সময় যে কোন কিছু হতে পারে এ ধরনের সমস্যা সমাধানে আমদের সকলের এগিয়ে আসতে হবে, তবে আমাদের বিশ্ববিদ্যালয়ে কোন জঙ্গী নেই। সবাইকে বলেন সন্দেহজনক কিছু দেখলে-শুনলে সাথে সাথে আমাদেরকে জানালে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহন করব বলেন বক্তারা।