বৃহস্পতিবার ● ২৮ জুলাই ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » সেবা দিলেই কর পাওয়া যাবে,কর দিলেই পৌরসভার উন্নয়ন করা সম্ভব
সেবা দিলেই কর পাওয়া যাবে,কর দিলেই পৌরসভার উন্নয়ন করা সম্ভব
মাটিরাঙ্গা প্রতিনিধি :: সেবা দিলেই কর পাওয়া যাবে,কর দিলেই পৌরসভার উন্নয়ন করা সম্ভব হবে উল্লেখ করে কংজরী চৌধুরী বলেন, মাটিরাঙ্গা পৌরসভাকে আধুনিক শহরে উন্নীত করতে জনগনের সহযোগীতা প্রয়োজন ৷ নির্বাচিত হওয়ার ২ মাসের মধ্যে মাটিরাঙ্গা পৌরসভাকে ২য় শ্রেনীতে উন্নীত করায়-বর্তমান মেয়র মো: শামছুল হকের সামর্থের প্রতি আস্থা রেখে,উন্নয়নের ক্ষেত্রে যে সকল বড় প্রকল্প পৌরসভার একক অর্থায়নে বাস্তবায়ন সম্ভব নয়,সে গুলো জেলা পরিষদ থেকে বাস্তবায়নে আমরা কাজ করবো৷ এ সময় তিনি দেশব্যাপী জঙ্গীবাদের অপতত্পরতাকে মোকাবেলায় সজাগ থেকে দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশনেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান৷২৮ জুলাই বৃহস্পতি বার বেলা পৌনে ১২টার দিকে মাটিরাঙ্গা পৌরসভা-২০১৬-১৭ অর্থ বছরের বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাজেপ চেয়ারম্যান কংজরী চৌধুরী উপরোক্ত কথা বলেন৷
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,গুইমারা রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার ও মাটিরাঙ্গা জোনের কমান্ডার লে.কর্ণেল জিল্লুর রহমান পিএসসিজি,মাটিরাঙ্গার ভারপ্রাপ্ত ইউএনও রায়হানুল হারুন,
মাটিরাঙ্গা পৌরসভার ১ম নির্বাচিত চেয়ারম্যান নাছির আহম্মদ চৌধুরী,উপজেলা আওয়ামী লীগ সা: সম্পাদক সুবাস চাকমা৷
অনুষ্ঠানে মাটিরাঙ্গা পৌরসভার ভারপ্রাপ্ত হিসাব রক্ষক প্রশান্ত কুমার সাহা’এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সচিব অনিল চন্দ্র ত্রিপুরা৷ বাজেট-২০১৬-১৭এর প্রস্তুত ও প্রকাশনা কমিটির আহবায়ক ও মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র-১ মো: আলাউদ্দিন লিটনের প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের সকলের সহযোগীতা চাওয়ার পর পরই,বাজেট অনুষ্ঠানের সভাপতি মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক-বিগত ১৩ বছরের অভাব এক বাজেটে পুরণ সম্ভব নয় উল্লেখ করে সর্বমোট ৮ কোটি ৫৬ লক্ষ ৩৮ হাজার ৬৩৮ টাকার বাজেট ঘোষনা করেন৷
পৌরসভা পরিচালিত হয় পৌর করের উপর উল্লেখ করে, সময় মতো পৌর কর পরিশোধ ও পৌর সভার উন্নয়নে নেয়া প্রকল্প বাস্তবায়নে পৌর বাসিন্দা সকলকে সহায়তা করার আহবান জানান৷
এ সময় মাটিরাঙ্গা পৌরসভার সকল ওয়ার্ডের কাউন্সিলরগণ,মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ,সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব,শিক্ষক,প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে প্রায় ৩ শতাধিক মানুষের সমাগম হয়েছে।