বৃহস্পতিবার ● ২৮ জুলাই ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
গাজীপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকায় ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলরুটে উত্তরবঙ্গগামী সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে৷
২৮ জুলাই বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে৷
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মোঃ শহিদুল ইসলাম জানান, ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হলেও বগিগুলো লাইনেই রয়েছে৷ ওই ঘটনায় কেউ আহত হননি৷ এর কারণে উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে৷ এ রুটের ট্রেনগুলো আশপাশের বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি করেছে৷ ঢাকা ও ময়মনসিংহ থেকে উদ্ধারকারী দল পৌঁছে উদ্ধার করলে ট্রেন চলাচল সম্ভব হবে৷ তবে এ জন্য আরো কয়েক ঘন্টা সময় লাগবে৷
কাওরাইদ স্টেশনের মাস্টার মোঃ ইমদাদুল হক জানান, ট্রেনটির কিছু অংশ ময়মনসিংহের গফরগাঁও ও গাজীপুরের শ্রীপুরের সঙ্গে সংযোগকারী ব্রিজের উপর এবং ইঞ্জিনসহ কিছু অংশ গাজীপুরের কাওরাইদ এলাকায় রয়েছে৷ ইঞ্জিনের নিচে ঠেলা ট্রলি আটকে থাকতে দেখা গেছে৷ হয়তো রাসত্মা পারাপারের সময় ওই ট্রলির সাথে সংঘর্ষের ফলে ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়েছে৷