শুক্রবার ● ২৯ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরদীতে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে ডাকাতদলের সরদার নিহত: অস্ত্র ও গুলিবারুদ উদ্ধার
ঈশ্বরদীতে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে ডাকাতদলের সরদার নিহত: অস্ত্র ও গুলিবারুদ উদ্ধার
ঈশ্বরদী প্রতিনিধি :: (১৪ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫০মিঃ) ২৯ জুলাই শুক্রবার ভোরে ঈশ্বরদীর ছলিমপুর গ্রামে আতিয়ার রহমানের আমবাগানে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে ডাকাত সরদার ও কুখ্যাত সন্ত্রাসী জহুরুল ইসলাম (৩২) নিহত হয়েছে৷
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারে যে, জহুরুলের নেতৃত্বে উল্লেখিত বাগানে ৯ থেকে ১০ সদস্যের ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে ৷ এসময় তারা ঐ বাগানে অভিযান চালায়৷ তখন ডাকাতরা টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে৷ পরিস্থিতি বেগতিক দেখে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে৷ এভাবে প্রায় ৩০ মিনিট উভয়ের মধ্যে গুলি বিনিময়ের সময় জহুরুল ইসলাম নিহত হয় এবং দু’জন র্যাব সদস্য আহত হয়৷ পরে র্যাব সদস্যরা ঘটনাস্থল হতে সন্ত্রাসীদের ফেলে যাওয়া ১ টি বিদেশী রিভলবার, ৩ রাউন্ড গুলি এবং ৩ টি রামদা উদ্ধার করে ৷ নিহত জহুরুল ইসলাম সিরাজ গঞ্জের উল্লাপাড়া থানার পঙ্খরোয়া গ্রামের বরাত আলীর ছেলে বলে র্যাব জানায়৷