শুক্রবার ● ২৯ জুলাই ২০১৬
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীতে সন্ত্রাস বন্ধের দাবিতে সন্ত্রাস বিরোধী সংবর্ধনা
ঈশ্বরদীতে সন্ত্রাস বন্ধের দাবিতে সন্ত্রাস বিরোধী সংবর্ধনা
ঈশ্বরদী প্রতিনিধি :: (১৪ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫৮মিঃ) সন্ত্রাসী কার্যকলাপ , বন্দুক যুদ্ধ, মসজিদ-মন্দির ও বিভিন্ন প্রতিষ্ঠানের অনুদান নিয়ে অনিয়ম করা ও বোমাবাজিসহ নানা অপরাধমুলক কার্যক্রম বন্ধের দাবিতে ২৯ জুলাই শুক্রবার সকালে ঈশ্বরদী পৌর এবং সাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঈশ্বরদীবাসীর পক্ষ থেকে ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপিকে স্মরণকালের বৃহত্ সংবর্ধনা দেওয়া হয়৷ মন্ত্রীর আগমনের খবর পেয়ে ঈশ্বরদীর প্রবেশমুখ মুলাডুলিতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ আওয়ামীলীগ সভাপতি নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন,ঈশ্বরদীতে গজিয়ে ওঠা চিহ্নিত সন্ত্রাসীদের হাত ভেঙ্গে দেওয়া হবে৷ জনগনের শান্তির জন্য কোন প্রকার সন্ত্রাসী কার্যকলাপ, বন্দুক যুদ্ধ, মসজিদ-মন্দির ও বিভিন্ন প্রতিষ্ঠানের অনুদান নিয়ে অনিয়ম করা ও বোমাবাজিসহ নানা অপরাধমুলক কাজ যারা করবে তাদের হাত ভেঙ্গে দেওয়া হবে৷ মেয়েদের উদ্দেশ্যে তিনি বলেন, এধরনের কাজে যারা অংশ নিবে , তারা দলীয় হলেও তাদের ঝাঁটা দিয়ে পিটাতে হবে৷ এসময় আওয়ামীলীগ নেতা এম রশীদউল্লা,মকলেছুর রহমান মিন্টু,মাহজেবিন শিরিন পিয়া,রানা সরদার, মিনহাজ ফকির,আলাউদ্দিন বিপ্লব ,রাজিব সরকার,এনামুল হক বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ৷ পরে মন্ত্রীকে প্রায় দু’হাজার মোটর সাইকেল শোভাযাত্রা করে ঈশ্বরদীর বাড়িতে আনা হয়৷