শনিবার ● ৩০ জুলাই ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে জঙ্গীবিরোধী মিছিল
গাজীপুরে জঙ্গীবিরোধী মিছিল
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালিয়াকৈর কওমী মাদরাসা উলামা-মাশায়েখ উপজেলা শাখার উদ্যোগে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷
৩০ জুলাই শনিবার দুপুরে উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় এ সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়৷
মুফতি ইমদাদুল হকের সভাপতিত্বে প্রথমে চন্দ্রা এলাকায় একটি মিছিল বের করা হয়৷ মিছিল শেষে চন্দ্রা ত্রিমোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়৷
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের যুগ্ম-আহব্বায়ক রফিকুল ইসলাম তুষার, মুফতি মিজানুর রহমান, মাওলানা নুরম্নজ্জামান, মাওলানা আমিনুল ইসলাম, মুফতি আব্বাস মাদারীপুরী, হযরত মাওলানা ইউসুফ, হযরত মাওলানা নজরম্নল ইসলাম, মুফতি শাহাজুল ইসলাম সিরাজ, হাফেজ জামাল উদ্দিন, মাওলানা আশরাফুল ইসলাম প্রমূখ৷
এর আগে কওমী মাদ্রাসা উলামা-মাশায়েখ কালিয়াকৈর উপজেলার শাখার উদ্যোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী একটি বিক্ষোভ মিছিল বের করা হয়৷ মিছিলটি চন্দ্রা জেবিএ টাওয়ারের সামনে থেকে শুরম্ন হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ঘুরে পুনরায় চন্দ্রা মোড়ে এক প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়৷ প্রতিবাদ সমাবেশ শেষে দেশ ও দেশের সকল মানুষের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়৷
অপরদিকে, একই দিন বিকেলে শ্রীপুর উপজেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জঙ্গীবাদ, নাশকতা ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়৷
উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরম্নজ্জামান জামানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ সম্পাদক আলহাজ্ব এডভোকেট জামিল হাসান দূর্জয়, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হারিছ উদ্দিন আহমেদ, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট শামসুল আলম প্রধান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোসত্মাফিজুর রহমান বুলবুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল, পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ নজরম্নল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি এস এম আলতাব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজ উলস্নাহ খোকা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মোড়ল, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম প্রমূখ৷ সমাবেশ থেকে ঘোষনা দেয়া হয় বাংলার মাটিতে জঙ্গীবাদ, সন্ত্রাসীদের ঠাঁই হবে না৷ খোঁজে খোঁজে বের করে জঙ্গীদের বিচারের মুখোমুখি করার ঘোষনা দেন যুবলীগ নেতৃবৃন্দ৷