রবিবার ● ৩১ জুলাই ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন
ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন
রাউজান প্রতিনিধি :: চট্রগ্রাম রাউজানে’র ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে কলেজের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলী। শনিবার ৩০ জুলাই কলেজ ক্যাম্পাসে শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয়।
কলেজের হাজার হাজার শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক কর্মচারী এ শান্তি পূর্ণ কর্মসূচিতে আংশগ্রহণ করেন। মানবন্ধনে কলেজের অধ্যক্ষ মো: ইদ্রিস, উপাধ্যক্ষ সরওয়ার কামাল চৌধুরী, অধ্যাপক শাহাব উদ্দীন, অধ্যাপক আবদুস সালাম, আহসানুল করিম সিদ্দিকী, তৌহিদুল আনোয়ার, আবদুল জব্বার চৌধুরী, সুমিতা ঘোষ, স্বাপ্না বড়ুয়া, মমতাজ আহমেদ, জামিল হোসেন, আজিজুল, লুৎফর রহমান, আবুল কালাম। কলেজ পরিচালনা পর্ষদের সদস্য দোস্ত মোহাম্মদ খান, কলেজ ছাএলীগের সভাপতি সালাউদ্দীন, বক্তব্য রাখেন।
চট্টগ্রাম জেলার রাউজান থানা পাহাড়তলী ইউনিয়নে চুয়েট এর সম্মুখে চট্টগ্রাম কাপ্তাই সড়কের পাশে মনোরম ও শিক্ষাবান্ধব পরিবেশে ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজটি অবস্হিত। কলেজটি বিশিষ্টা শিক্ষাবিদ অধ্যক্ষ এ,এ রেজাউল করিম চৌধুরী ও এলাকার শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গের প্রচেষ্টায় জনগণের সার্বিক সহযোগিতায় ১৯৬৯ইং সালে বিশ্বখ্যাত ইসলামী চিন্তাবিদ ও দার্শনিক ইমাম গাজ্জালী রাহ: এর নামে কলেজটি প্রতিষ্টিত হয়।অএ কলেজটি ১৯৬৯-৭০ ইং শিক্ষাবর্ষ থেকে কুমিল্লা শিক্ষাবোর্ডর অধীনে মানবিক, ব্যবসায়, বিঙ্গান শাখার স্বীকৃতি লাভ করে, যথাযোগ্য শিক্ষা ব্যবস্থার কারণে ১৯৮৯-৯০ শিক্ষাবর্ষ থেকে বিএ,বিএসএস,বিবিএস ( বি.কম) পাস কোর্সে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ হিসেবে ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৯৩-৯৪ ইং শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ডিগ্রী কলেজ হিসেবে স্বীকৃতি লাভ করে। এবং রাউজানের এমপি এ.বি.এম ফজলে করিম চৌধুরী কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর আন্তরিক সহযোগিতায় কলেজের উন্নয়নের মাত্রা যোগ হয়, তার ঐকান্তিক প্রচেষ্টায় কলেজটি ২০১৩ সালে বিশ্ববিদ্যালয় কলেজে রুপান্তরিত করেন এমপি, এবং ২০১৩-১৪ইং শিক্ষাবর্ষ থেকে অনার্স বিবিএ শিক্ষা কার্যক্রম চালু হয়, ফজলে করিম চৌধুরী সুযোগ্য পরিচালনায় নিয়মিত ক্লাস পড়ালেখার মানোন্নয়ন ছাএছাত্রীদের সুযোগ সুবিধা বৃদ্বি করে কলেজের ব্যাপক উন্নয়ন করে এমপি।বর্তমানে তিন হাজার এর কাছাকাছি শিক্ষার্থী এই কলেজে অধ্যায়ন আছেন, তাই ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ জাতীয়করণ করে উন্নত শিক্ষা ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধার আওতায় নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি কামনা করেছেন।