রবিবার ● ৩১ জুলাই ২০১৬
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » বাসিয়া নদী খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে স্মারকলিপি
বাসিয়া নদী খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে স্মারকলিপি
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (১৬শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩৩মিঃ) বাসিয়া নদী খনন ও নদীর দুই তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ ৩১ জুলাই রবিবার সকালে ‘বাঁচাও বাসিয়া’ ঐক্য পরিষদের পক্ষ থেকে স্মারকলিপিটি প্রদান করা হয়৷ স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান, পানি উন্নয়ন বোর্ড, সহকারী কমিশনার (ভূমি), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেট, বাংলাদেশ পরিবেশ সমিতি (বাপা) সিলেট’র কাছে স্মারকলিপিটির অনুলিপি প্রদান করা হয়েছে৷
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, বিশ্বনাথ ডিগ্রি কলেজের অধ্যৰ সিরাজুল হক, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার,বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, অলংকারী ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, লামাকাজী ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া, রামাপাশা ইউপি চেয়ারম্যান আনোয়ার খান, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আব্বাস আলী, বিশ্বনাথ পুরাণ বাজার বণিক সমিতির সভাপতি মনির হোসেন, সাংবাদিক আবদুল আহাদ, বাঁচা বাসিয়া ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান৷