রবিবার ● ৩১ জুলাই ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় ২৩ বিজিবি’র উদ্যেগে বৃক্ষরোপন ও মত্স পোনা অবমুক্ত করণ
মাটিরাঙ্গায় ২৩ বিজিবি’র উদ্যেগে বৃক্ষরোপন ও মত্স পোনা অবমুক্ত করণ
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (১৬ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.৫০মিঃ) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ২৩ বিজিবি যামিনী পাড়া জোনের উদ্যেগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন ও মত্স পোনা অবমুক্ত করণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে৷
৩১ জুলাই রবিবার বেলা ১১টার দিকে জোন সদরে ২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মো: মাহমুদুল হক,জোনের নিজস্ব পুকুরে পোনা অবমুক্ত করণ ও গাছের চারা রোপনের মধ্যদিয়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সুচনা করেন৷ এ ছাড়াও জোনের অধিনস্ত বিওপির দায়িত্বপুর্ণ এলাকাগুলোতেও বৃক্ষরোপন করা হয়েছে ৷ প্রায় ৪০০০ বিভিন্ন বনজ,ফলজ,ভেজষ গাছের চারা রোপনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে জোন সুত্রে৷
এর আগে ২৩ বিজিবির অধিনায়ক মো: মাহমুদুল হক’র সভাপতিত্বে এক মতবিনিময় সভা ও নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷ উক্ত সভায় চলমান জঙ্গীবাদ মোকাবেলায় স্থানীয় জনপ্রতিনিধি,শিক্ষক,সচেতন নাগরিকদের নিকট সহায়তা চাওয়া হয়৷
সভায়,সাম্প্রতিক সময়ে মোটর সাইকেল আরোহী ও যাত্রীরা যে ভাবে রাস্তায় দুর্ঘটনায় পতিত হচ্ছে তা রোধ কল্পে-চালকের হেলম্যট ব্যবহার,যাত্রীদের জন্য মোটরসাইকেল চালকদের নিজস্ব ব্যবস্থাপনায় আলাদা আলাদা হেলম্যাট রাখার প্রস্তাব করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহনের জন্য মাটিরাঙ্গা মোটর সাইকেল চালক নেতৃবৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন৷
এলাকায় নতুন কোন মানুষ অতিথি হয়ে আসলে তার সম্পর্কে তথ্য প্রদান এবং কেউ এলাকা থেকে অন্য কোথাও গেলে তার তথ্যও জোনের কাছে সরবরাহের জন্য অনুরোধ জানান৷ জোন এলাকায় অপরিচিত বা সন্দেহ জনক কাউকে পেলে সাথে সাথে জোনে সংবাদ দেওয়ার অনুরোধ জানান৷
এ সময় জোনের বিভিন্ন অফিসার ও পদস্ত কর্মকর্তা,জনপ্রতিনিধি,গন্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন৷