রবিবার ● ৩১ জুলাই ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » মাছ ধরতে এসে লাশ হয়ে ফিরল শ্রীধাম
মাছ ধরতে এসে লাশ হয়ে ফিরল শ্রীধাম
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৬ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৯.০৭মিঃ) মাছ ধরে জীবিকা নির্বাহ করেন শ্রীধাম৷ তাই জীবন ও জীবিকার তাগিদে টাঙ্গাইল থেকে গাজীপুরের কালীগঞ্জে এসেছেন মাছ ধরতে৷ কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! মাছ ধরতে এসে লাশ হয়ে ফিরল শ্রীধাম চন্দ্র দাস (৩৫)৷
৩১ জুলাই রবিবার দুপুরে শ্রীধামের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ৷
নিহত শ্রীধাম টাঙ্গাইলের নাগরপুর উপজেলার খাগরিয়া গ্রামের মৃত ধীরেন চন্দ্র দাসের ছেলে৷
নিহতের ভগ্নিপতি অনিল চন্দ্র দাস জানান, বর্ষাকাল থাকায় টাঙ্গাইল থেকে ১০-১২ জনের একটি জেলের দল কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের গারালিয়া বিলে মাছ ধরতে আসে৷ তারা বেশ কিছুদিন যাবত্ ওই এলাকায় অবস্থান করে মাছ ধরছিল৷
রবিবার সকালে মাছ ধরা অবস্থায় নৌকা থেকে শ্রীধাম পড়ে যায়৷ পরে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন৷
কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ মফিজুর রহমান জানান, শ্রীধামের মৃত্যুর খবর পেয়ে টাঙ্গাইল থেকে তার আত্মীয়-স্বজন ছুটে আসেন৷ তারা শ্রীধামের মৃত্যুকে রহস্যজনক মনে করে থানা পুলিশকে অবহিত করেন৷ পরে পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়৷
তিনি আরো জানান, এ ব্যাপারে নিহতের বড়ভাই ভবেশ চন্দ্র দাস বাদী হয়ে দুপুরে কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা (নং ১৭) করেছেন৷